Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

(দৈনিক সেরা প্রতিযোগিতা )
জীবনে মলাট
    আশা সরকার  ,,,,,,,,,,,,,
    ১৫।০৭।২০২০

অতসীর  জীবন টা সুন্দর
      ঝলমলে মলাটে মোড়া।
      সেই ছোটবেলা থেকেই
       কিছু বোঝার আগেই
  একের পর এক হারিয়ে যায়।

    মুখ ফুটে কিছু বলতে চাইলে

(দৈনিক সেরা প্রতিযোগিতা )
জীবনে মলাট
    আশা সরকার  ,,,,,,,,,,,,,
    ১৫।০৭।২০২০

অতসীর  জীবন টা সুন্দর
      ঝলমলে মলাটে মোড়া।
      সেই ছোটবেলা থেকেই
       কিছু বোঝার আগেই
  একের পর এক হারিয়ে যায়।

    মুখ ফুটে কিছু বলতে চাইলে
বাবা বলতেন এত আবেগী হলে চলে
   সব কিছুর মলাট দিতে শেখো
চরম দুঃখেও ঠোঁটে হাসির মলাট
   প্রতিদিনের অপ্রাপ্তি অপূর্ণতা
     কেউ যেন বুঝতে না পারে
         মনের ক্ষতের মলাট।

দাঁতে দাঁত চেপে গৃহহীন নারীত্বের মলাট
   বই যেমন মলাটে সংরক্ষিত করি
   ঠিক তেমনি সুখের মলাটের মধ্যেও
           বাঁচিয়ে রাখি কিছু কষ্ট
        টুকরো করে ছিঁড়ে ফেলেছি
              আজ মলাটটা কে
           এতে কোন  হার নেই  ,,,,,,,,,,
    একান্ত মলাট বিহীন অতসীর কান্না
      অতসীর পাওয়া আর না পাওয়া
         তাই তো অতসী আজও
        খুঁজে বেড়ায় মলাট বিহীন
       .   একটা সত্যি মানুষ কে
                  যে অতসী কে
স্বাধীন ভাবে হাসতে ও বাঁচতে শেখাবে
  ====================≠====