রোববার
তুলি চক্রবর্তী
রবিবারে মজা ভারী,
যাচ্ছে দাশু শ্বশুরবাড়ি,
জামাই আদর পাবে।
দই মিষ্টি মন্ডা মিঠাই,
মাছ মাংস করবে জবাই,
কব্জি ডুবিয়ে খাবে।
ফুরফুরে মন উঠলো ট্রেনে,
নগদ টাকায় টিকিট কিনে,
জা…
রোববার
তুলি চক্রবর্তী
রবিবারে মজা ভারী,
যাচ্ছে দাশু শ্বশুরবাড়ি,
জামাই আদর পাবে।
দই মিষ্টি মন্ডা মিঠাই,
মাছ মাংস করবে জবাই,
কব্জি ডুবিয়ে খাবে।
ফুরফুরে মন উঠলো ট্রেনে,
নগদ টাকায় টিকিট কিনে,
জাঁকিয়ে বসে কোনে।
করলো বার ফোন টা স্মার্ট
নেট অন করে চ্যাটানো স্টার্ট
মুচকি হেসে মনে।
সবই যে তার মহিলা বন্ধু
অ্যাডাল্ট জোকের বৈলো সিন্ধু
দিল হল গার্ডেন।
চাইলো ফটোক জনে জনে
তারাও দিল খুশি মনে
মেসেঞ্জার বার্ডেন।
খচাৎ করে তুললো ছবি,
এটাই এখন বিরাট হবি,
বর্তমানের ট্রেন্ড।
আন্তর্জালের যত সখি,
করলো না সে কাউকে দুখি,
করলো ছবি সেন্ড।