Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম-#একটি_রাতের_নদী_আমি
কলমে-#শর্মি_দে
তাং-১৩ই জুলাই ২০২০

একটি রাতের নদী আমি, ভেসেছিলাম অথৈ স্রোতে
       তুমি ছিলে অনুভবে ,তাই পাড়ি দেই সাগরের খোঁজে
নিস্তব্ধ জলস্রোতে কাদা মাখামাখি জীবন, গায়ে লাগা তোমার …


বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম-#একটি_রাতের_নদী_আমি
কলমে-#শর্মি_দে
তাং-১৩ই জুলাই ২০২০

একটি রাতের নদী আমি, ভেসেছিলাম অথৈ স্রোতে
       তুমি ছিলে অনুভবে ,তাই পাড়ি দেই সাগরের খোঁজে
নিস্তব্ধ জলস্রোতে কাদা মাখামাখি জীবন, গায়ে লাগা তোমার গন্ধসুধা,
ভাঙনরোধে কতিপয় আগল, আঁকেবাঁকে পবিত্র চেতন
       নৈতিক দিশা খুঁজে ফেরে স্বপ্নিল স্রোত একের পর এক ঘাটপারে
আশাহত মাঝির বৈঠার ছলাৎছল নিয়ে চলে মাঝদরিয়ায় জীবনরসে মজে...
তার মাঝেও অনুভবে তুমি, শব্দমান ঢেউয়ের খোঁজে
       
        কখনো বৃষ্টিতে মুখ ভিজে যায়
কখনো কালের নিরন্তর প্রয়াস...অনন্য সৃজনে দাঁড় বেয়ে চলে জীবনের পাটাতন
সরু গলুইয়ে আবহ স্রোতের নৈবেদ্য আজ অপরাজিতা

আজ শেষ রাতেও যেন আমার আমিত্বে তোমার নিষিদ্ধ ছোঁয়া
অনুভূতির পরবাসে তোমার সান্নিধ্যের প্রতিটি কণা সুযোগ খোঁজে হারাবার মুহূর্ত গুলো
         আজও রাতের নীরবতা নিভৃতে জানান দেয়
তুমিময় অনুভবের স্রোতেই যেন আমার অনন্ত ভাসান!