Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

গদ্য কবিতা
শিরোনাম - যুদ্ধ শেষে
কলমে - বিপুল পাল চৌধুরী
16/07/2020

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা,
বোমারু বিমান,  সাইরেন,
গুলি, ভারী বুটের শব্দ, 
এখন চারিদিক নিস্তব্ধ।


কতদিন পর পাতাল ঘর থেকে বাইরে এলাম,
চার্চের ঘড়িটা ঢং ঢং করে পাঁচ ব…


গদ্য কবিতা
শিরোনাম - যুদ্ধ শেষে
কলমে - বিপুল পাল চৌধুরী
16/07/2020

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা,
বোমারু বিমান,  সাইরেন,
গুলি, ভারী বুটের শব্দ, 
এখন চারিদিক নিস্তব্ধ।
 

কতদিন পর পাতাল ঘর থেকে বাইরে এলাম,
চার্চের ঘড়িটা ঢং ঢং করে পাঁচ বার বেজে উঠল,
এখন সকাল না বিকেল, আজ কি বার? 
ঘন বাতাসে বারুদ আর মর্গের গন্ধ,
আকাশ ঘোলাটে, প্রকৃতি অপার্থিব ।

রাস্তায় প্যাটনট্যাঙ্ক দাগ এঁকে চলে গেছে,
দেওয়ালে দেওয়ালে গুলির আলপনা,
পথে পরিচিত - অপরিচিত লাশ বিছানো,
সারি সারি খন্ডহর শহরের মানচিত্র বদলে দিয়েছে,
পার্কের দোলনা শিশুদের অপেক্ষায়,
সকালে লাল - সাদা পোষাকেরা চলত এই পথে।

সবুজ, ফুল, পাখিরা সব গেল কোথায়?
হায:প্রিয় কুকুরটাও যদি সাথে থাকত।
আর কত পথ হাঁটলে একজন মানুষের দেখা পাব, . আর কত পথ? পাগল হয়ে যাব.
পৃথিবীতে আমিই কি একমাত্র জীবিত মানুষ,,,?।