ইচ্ছা মৃত্যু।
**************
প্রবীর রায়।
*****************
তারিখ : 18/07/2020
***********************
কিছু ফেলে আসা স্মৃতি ,
বার বার বিধস্ত করে ।
ভুলে থাকার নিছক প্রচেষ্টা ,
একাধিকবার ভুল প্রমাণিত করে।
কোন এক ভোর সকালে ,
আমার স…
ইচ্ছা মৃত্যু।
**************
প্রবীর রায়।
*****************
তারিখ : 18/07/2020
***********************
কিছু ফেলে আসা স্মৃতি ,
বার বার বিধস্ত করে ।
ভুলে থাকার নিছক প্রচেষ্টা ,
একাধিকবার ভুল প্রমাণিত করে।
কোন এক ভোর সকালে ,
আমার স্মৃতির পথ ধরে ,
প্রভাতের সূর্য রশ্মি হয়ে ,
আমার সাথে দেখা করেছিলে।
কোন এক ভর দুপুরে,
আমার মন খারাপের দিনে ,
শীতল বৃষ্টি ভেজা বাতাসে,
আমার হৃদয় স্পর্শ করেছিলে।
কোন এক পড়ন্ত বিকেলে,
আমার হাতে হাত রেখে ,
তোমার শরীরের ছোঁয়ায়,
আমার দেহে শিহরণ জাগিয়েছিলে।
সন্ধ্যায় নিস্তব্ধ নদীর বুকে ,
তোমার একাকীত্ব আমাকে দিয়ে,
চাঁদের আলোকে সাক্ষী রেখে,
নিজেকে উজাড় করে দিয়েছিলে।
গভীর বৃষ্টি ভেজা রাতে,
তোমার একান্ত উপস্থিতি,
জ্যোৎস্না উদ্ভাসিত আলোকে,
তোমার ভালোবাসা দান করেছিলে ।
স্মৃতির ক্যানভাসে তোমার ছবি,
আমার জীবনের প্রতিটি মুহূর্তে,
অজস্র অশ্রুধারায় প্লাবিত করে,
সম্পূর্ণ একাকী রেখে বিদায় নিলে।
তোমার অনুপস্থিতি আজ হৃদয়ে ,
মর্মান্তিক বেদনায় আচ্ছন্ন থাকে ।
প্রতিটি দিন রাত্রির অভিজ্ঞতা,
অগ্নিদগ্ধ চিতায় জ্বলে পুড়ে মরে।