Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতা :: মিশে যাবো ধরনীর বুকে

কলমে :: সৌমিত্র মুখোপাধ্যায়

তারিখ :: ১৮.০৭.২০২০

একদিন সবুজের বক্ষদেশ হতে,
ঝরে যাবো ঝরাপাতারই মতো।
চেনা এই গাছপালা থাকবে বুকেতে,
রয়ে যাবো সবুজের ক্লোরোফিল হয়ে।

মিথ্যে অহংকার মিশবে মাটিতে,
যখনই পাড…


কবিতা :: মিশে যাবো ধরনীর বুকে

কলমে :: সৌমিত্র মুখোপাধ্যায়

তারিখ :: ১৮.০৭.২০২০

একদিন সবুজের বক্ষদেশ হতে,
ঝরে যাবো ঝরাপাতারই মতো।
চেনা এই গাছপালা থাকবে বুকেতে,
রয়ে যাবো সবুজের ক্লোরোফিল হয়ে।

মিথ্যে অহংকার মিশবে মাটিতে,
যখনই পাড়ি দেব ঐ দুর দেশে।
সেদিন থাকবো জানি আগুনের সাথে,
একাকার হয়ে যাবো নিরবে নিভৃতে।

আমার কর্মভূমি থাকবে এখানে,
চলে যাবে সময়ের অতল তলে।
হয়তো পড়বে মনে কখনও আমাকে,
নিঝুম সন্ধ্যায় ঐ তারার পানেতে।

সবুজ দ্বীপের মাঝে পরিযায়ী সেজে,
জড়াবো হয়তো বা লতাপাতা হয়ে।
থাকবো একাকী হয়ে সেথায় বিজনে,
পৃথিবীর মাটি হয়ে মিলবো ভুবনে।