#দৈনিক_কলম_সম্মাননা_পর্ব_২৫
#বিষয়:- #উপকার / #সমব্যথী
#বিভাগ_গদ্যকবিতা
#শিরোনাম_রাজ_দান
#কলমে_বীরেন_আচার্য্য
#১৮ই_জুলাই_২০২০
রাজ দান
-------------
শব্দগুলো ডুকরে কাঁদে পরস্পরের গলা জড়িয়ে ,
অর্থহীন কিছু বাক্য তৈরী হয় মরুভূমি প্র…
#দৈনিক_কলম_সম্মাননা_পর্ব_২৫
#বিষয়:- #উপকার / #সমব্যথী
#বিভাগ_গদ্যকবিতা
#শিরোনাম_রাজ_দান
#কলমে_বীরেন_আচার্য্য
#১৮ই_জুলাই_২০২০
রাজ দান
-------------
শব্দগুলো ডুকরে কাঁদে পরস্পরের গলা জড়িয়ে ,
অর্থহীন কিছু বাক্য তৈরী হয় মরুভূমি প্রান্তরে ;
সভ্যতার তরজায় ঠ্যাং তোলে রাস্তার সারমেয়
প্রদীপ নেভে মানব মন্দিরে , তবুও সমব্যথী ওরা ।
ত্রাণের টাকা ওড়ে বাতাসে বৈঠকী হাওয়াতে ,
উপকারী চোখে আসে না ঘুম , তবুও স্বপ্নেরা
হাত ধরে শালা - শেলেজ , মাসি - পিসি -উপপত্নীর ;
গণতন্ত্রের মুখে সলাজ হাসি - "এ মা ! ছিঃ ছিঃ " !
উপকারের জয়ঢাক , সমব্যথী কান্না
শাসকের অবৈধ আদর অক্সিজেনের ঘাটতি মেটায় ;
সিন্ডিকেটে বিকোয় শুধু কবিতার খাতা
সমব্যথী হতে তো পারে নি কবি শব্দের খেলায় ।
বিরোধী কণ্ঠ যত - শ্লোগানে শ্লোগানে মুখর ,
ন্যায় কাঁদে ন্যায়ালয়ে , পর্ণ কুটিরে কাঁদে মা -
রাতের আকাশটা প্রিয় , প্রিয় শ্রাবণের বারিধারা ;
পেটের আগুনটাও বড় প্রিয় শুধু জ্বালায় না উনুন।
সমব্যথী যারা আত্মহারা তারা , জয় গণতন্ত্রেশ্বর !
উপকারীর গ্যাসের উনুনে ছোটে বিরিয়ানির সুবাস;
শুধু দেহ খোঁজে মারণ রোগ সাম্যবাদী চেতনায় -
উপকারী সমব্যথী হয়ে টিপে দেখে বিরিয়ানির ভাত ।