দৈনিক প্রতিযোগিতা --১৮
কবিতা ঃ--ভার্চুয়াল প্রেমের বৃষ্টি
কলমেঃ--শিল্পী দাস।
তারিখ ঃ-৮/৭/২০২০
আজ মনে হয় বৃষ্টি নামবে খুবই
ভার্চুয়াল প্রেম বৃষ্টিতে হতে চায় কবি।
মেঘেরা সব বাতাস সাঁতারে আসছে
পারমিতা ঠিক তুমুল বৃষ্টিতে ভ…
দৈনিক প্রতিযোগিতা --১৮
কবিতা ঃ--ভার্চুয়াল প্রেমের বৃষ্টি
কলমেঃ--শিল্পী দাস।
তারিখ ঃ-৮/৭/২০২০
আজ মনে হয় বৃষ্টি নামবে খুবই
ভার্চুয়াল প্রেম বৃষ্টিতে হতে চায় কবি।
মেঘেরা সব বাতাস সাঁতারে আসছে
পারমিতা ঠিক তুমুল বৃষ্টিতে ভিজছে।
শ্রাবণ বৃষ্টি প্রেমিকের মনেও ঝরে ?
পারমিতাও ঠিক খোলা চুলে ভিজে মরে।
বৃষ্টি কি তবে পারমিতার ব্রা,র খবর রাখে?
সেই ছেলেটির চোখ,ভেজা টিশার্টেই থাকে ।
পারমিতা আজ লাইভ বৃষ্টিতে ভিজবে
বৃষ্টিভেজা সেক্সিছবি ফেসবুক ধরে রাখবে।
স্টাটাস পড়বে "তোমাকে হেব্বি সেক্সি লাগছে! পারমিতা,বৃষ্টিভেজা মনে,বড্ড ইচ্ছে জাগাচ্ছে।
এডজাস্টমেন্ট ফর্মুলায়,আর কত লিভটুগেদার চলবে?
আধুনিকতার বিষ পানে কি বৃষ্টিভেজা প্রেম মরবে?
তারিখ ঃঃঃ-৮/৭/২০২০
সকাল -- ৮.৪৫ মিঃ