Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#বিভাগ  কবিতা
#শিরোনাম   ফিরতে হবেই
#মৌসুমী মুখার্জী

তোমার কবিতাদের ফিরতেই হবে,

তোমার  ধূসর ফেলে যাওয়া ডায়েরীর পাতায়,
অগোছালো হয়ে থাকা  মনের জঞ্জাল সরিয়ে,,
নিছক ভাবনা নয়, এক অপার ভালোবাসায়,,
 দুমড়ে মুচড়ে যাওয়া   টুকরো স্বপ্নের  …


#বিভাগ  কবিতা
#শিরোনাম   ফিরতে হবেই
#মৌসুমী মুখার্জী

তোমার কবিতাদের ফিরতেই হবে,

তোমার  ধূসর ফেলে যাওয়া ডায়েরীর পাতায়,
অগোছালো হয়ে থাকা  মনের জঞ্জাল সরিয়ে,,
নিছক ভাবনা নয়, এক অপার ভালোবাসায়,,
 দুমড়ে মুচড়ে যাওয়া   টুকরো স্বপ্নের  নীরবতায়,,,
 তোমার দেওয়া কবিতাদের  ফিরতেই  হবে
আমার চাঁদের আলো ঠুকরে পড়া আঙিনায়।
 তোমার  একটি একটি  করে গুছিয়ে ওঠা আখর মালায়,,
 আমার নিবিড় বেদনার ,বেড়াজালে জড়িয়ে ওঠা মাধবীলতায়।
 শেষ বেলার  তরণী বেয়ে আকুল দরিয়ার বুকে আছড়ে পড়বে,,
তবুও সে আসবে ,  ওদের ফিরতেই হবে এক  পূর্ণিমায় ,চকোর ভেবে।