Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

দৈনিক  প্রতিযোগিতা
শিরোনাম  -  কবিতার  বৃষ্টি
কলমে - মঞ্জুলা বর
তারিখ  - 06.07.2020

এ তো মুখের কথা নয়,
       স্বপ্ন ও নয়,
  মনের তুলিতে আঁকা
        জীবন্ত ছবি ! 
শব্দের  মিছিলে শত শত ছন্দে ,
নানান বর্ণের  বিচিত্র সাজের
বাক‍্য…


দৈনিক  প্রতিযোগিতা
শিরোনাম  -  কবিতার  বৃষ্টি
কলমে - মঞ্জুলা বর
তারিখ  - 06.07.2020

এ তো মুখের কথা নয়,
       স্বপ্ন ও নয়,
  মনের তুলিতে আঁকা
        জীবন্ত ছবি ! 
শব্দের  মিছিলে শত শত ছন্দে ,
নানান বর্ণের  বিচিত্র সাজের
বাক‍্যের আনাগোনা ।
চেনা চেনা অচেনার ভিড়ে
 কে আপন - কে পর!
কাছে কী দূরে, বোঝা যায়  না
কত অভিমান  শত শত --
অভিযোগ ক্রমশ বাড়ে
       তবে কমে না  !
বেদনাময় স্মৃতিতে শত সহস্র  স্বপ্ন
 তৃষিত হৃদয় খুঁজে সযত্নে ,
আশার আঁচলে সজল কাজল
 নয়নে আঁকা প্রতীক্ষার ছবি 
অপলক দৃষ্টিতে  চেয়ে থাকে !
অভিমানের মেঘ ঝরে পড়ে
শত শত কবিতার বৃষ্টিতে  --
সুখের পরশে মধুর হরষে
 শব্দ বুননে  প্রাণবন্ত কবিতা
 ঝর্ণাধারায়  সঘনে  নামে
শ্রাবণের বৃষ্টিতে, অব‍্যক্ত আনন্দে
 কবিতার কাব‍্যমালায় ।।