কবিতার নাম- হাসি কান্না
কলমে - সত্যজিৎ পাল
১৪/০৭/২০২০
অসংখ্য নতুন আইন বের করেও
কোরোনা রুখতে সরকার ব্যর্থ।
কারন, ধনীর মুখে স্বাদ বেড়েছে
গরীবের ফুরিয়েছে অর্থ।
ধনীর থালা সাজে ফ্রায়েড রাইস, বিরিয়ানি
সাথে মাংসের…
কবিতার নাম- হাসি কান্না
কলমে - সত্যজিৎ পাল
১৪/০৭/২০২০
অসংখ্য নতুন আইন বের করেও
কোরোনা রুখতে সরকার ব্যর্থ।
কারন, ধনীর মুখে স্বাদ বেড়েছে
গরীবের ফুরিয়েছে অর্থ।
ধনীর থালা সাজে ফ্রায়েড রাইস, বিরিয়ানি
সাথে মাংসের হাড়।
সেদ্ধ ভাত জোগাড়ে চিন্তিত গরীব ।
ভাঙে পয়সার ভাঁড়।
ধনীর স্বাদের নতুন আয়োজন
জিলিপি, ডাল গোনা কফি।
গরীবের ঘরে ফুরিয়েছে খাবার
চারিদিকে অভাব অনাহারের ছবি।
বাজারের দোকানে ভিড় জমিয়ে ধনী
গরীবকে শোনায় দূরত্বের মূল্য।
দুটো পয়সা রোজগার না হলে,
জ্বলবে না গরীবের চুলো।
বিশ্ববাসীর শুধু একটাই প্রার্থনা
কোরোনা, এবার যাও জগৎ ছেড়ে।
তোমার ক্ষমতাকে ব্যার্থ করে,
অভাব, অনাহার যাবে বেড়ে।