চা একটু খাবো না স্যার, লকডাউনে চা খেতে এসে পুলিশের তাড়া খেয়ে খালে গিয়ে আশ্রয় নিলে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা এলাকার চৌরাস্তা মোড়ে। ওই ব্যক্তির উক্তি চায়ের নেশা, তাই চা খেতে এসেছি। লকডাউনে অযথা রাস্তায় বেরোনো অনেক…
চা একটু খাবো না স্যার, লকডাউনে চা খেতে এসে পুলিশের তাড়া খেয়ে খালে গিয়ে আশ্রয় নিলে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা এলাকার চৌরাস্তা মোড়ে। ওই ব্যক্তির উক্তি চায়ের নেশা, তাই চা খেতে এসেছি। লকডাউনে অযথা রাস্তায় বেরোনো অনেকের সাইকেলের হাওয়া খুলে দিল পুলিশ। লকডাউনে তমলুক শহরের কড়া নজরদারি পুলিশের। তমলুক শহর এলাকাজুড়ে সকাল থেকেই কড়া নজরদারি চালাচ্ছে তমলুক।