পাক্ষিক অণুগল্পের আসরশিরোনাম◆অতীতের আয়নাকলমে**অন্নপূর্ণা ঠাকুর চক্রবর্তী।4/8/2020
অনিরূদ্ধ নিজেই ড্রাইভ করে ফিরছে অফিস থেকে।বয়স হলেও এখনো বেশ স্মার্ট।অবিবাহিত জীবন যাপন। বড় অফিসে চাকরি করে, সচ্ছলতায় ভরপুর।কোনো পিছুটান নেই। মা..ছিল…
পাক্ষিক অণুগল্পের আসর
শিরোনাম◆অতীতের আয়না
কলমে**অন্নপূর্ণা ঠাকুর চক্রবর্তী।
4/8/2020
অনিরূদ্ধ নিজেই ড্রাইভ করে ফিরছে অফিস থেকে।
বয়স হলেও এখনো বেশ স্মার্ট।
অবিবাহিত জীবন যাপন।
বড় অফিসে চাকরি করে, সচ্ছলতায় ভরপুর।
কোনো পিছুটান নেই। মা..ছিল এখন তাও নেই।
ময়দানের পাশদিয়ে ওর গাড়ি এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখলো, ল্যাম পোষ্টের গায়ে হেলান দিয়ে
একটি মেয়ে দাঁড়িয়ে।
ওর গাড়িটা সামনে আসতেই দুহাতে থামবার চেষ্টা করছে।
অনিরূদ্ধ গাড়ি থামিয়ে জালনার কাচ নামিয়ে জিজ্ঞাসার ভঙ্গিতে মেয়েটির দিকে তাকালো।
মেয়েটি উত্তেজিত হয়ে বললো, আমাকে একটা লিফ্ট দিন প্লিজ।
আমি খুব বিপদে পড়েছি।
অনিরূদ্ধ অগত্যা মেয়েটিকে দরজা খুলে গাড়িতে তুলে নিল।
নির্জন রাস্তা। শুধু দুই-একটা গাড়ি পাশদিয়ে চলে যাচ্ছে।
মেয়েটি নিজের থেকেই বললো আমাকে রাসবিহারীর কাছে নামিয়ে দিলেই হবে।
অনিরূুদ্ধ মেয়েটিকে একবার পাশ ফিরে দেখলো, বয়স উনিশ কুড়ি হবে। এক কথায় অপূর্ব দেখতে।
অনিরূদ্ধ প্রশ্ন করলো, এখানে একা দাঁড়িয়েছিলে কেন?
মেয়েটি বললো, একা ছিলাম না…
বলে একটা ব্যঙ্গের হাসি হেসে বললো, রাতের বন্ধুর কাজ হয়ে গেছে, আমাকে ছুঁড়ে ফেলে চলে গেছে।
তাই একটা গাড়ি পাওয়ার অপেক্ষায় ছিলাম।
অনিরূদ্ধ একটু ভেবে বললো, এই জীবন তোমার ভাল লাগে?
মেয়েটি হেসে বললো, পেটের দায়ে করতে হয়।
আমার মায়ের অসুখ, বাবা অনেক আগেই ছেড়ে চলে গেছে। তাই আমিই সংসার চালাই।
রাসবিহারী এসে গেছে। মেয়েটি নেমে গেল।
অনিরূদ্ধ গাড়ি স্টার্ট দিয়ে এক অতীত জীবনের কথা মনে করলো সত্যিই কি আমি কনফার্ম ব্যাচেলার!!