#পাক্ষিক_অনুগল্পের_আসর
#দূরত্ব
#সোমা_ত্রিবেদী
তারিখ-০৫•০৮•২০২০
- ভূলটা আমার কোথায় ছিল বলতো জয়? ছেলেটা এভাবে পর করে দিল।
( বৃদ্ধাশ্রমের মুখোমুখি চেয়ারে বসে কথায় ব্যস্ত দুই সত্তরের বৃদ্ধ মুখ।)
- বন্ধুর ভুল ধরিয়ে বলেলেন জয়বাবু, রাঘব,…
#পাক্ষিক_অনুগল্পের_আসর
#দূরত্ব
#সোমা_ত্রিবেদী
তারিখ-০৫•০৮•২০২০
- ভূলটা আমার কোথায় ছিল বলতো জয়? ছেলেটা এভাবে পর করে দিল।
( বৃদ্ধাশ্রমের মুখোমুখি চেয়ারে বসে কথায় ব্যস্ত দুই সত্তরের বৃদ্ধ মুখ।)
- বন্ধুর ভুল ধরিয়ে বলেলেন জয়বাবু, রাঘব, ভুলটা তুই অনেক আগে করেছিস, তখনও আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু নিজেকে শোধরাসনি। কাকিমাকে গ্রামের বাড়িতে খুড়তুতো ভাইয়ের ভরষায় রেখে তুই বৌদি পুলুকে ভাল স্কুলে পড়ানোর অজুহাতে কোলকাতায় চলে গেলি। মনে পড়ে সে কথা।
- কিন্তু জয় আমিতো মাসে মাসে ভাইকে টাকা পাঠিয়ে দিতাম।
- তোর ছেলেও তো টাকা পাঠায়, তবে এমন নাকে কাঁদছিস কেন?
- কি করিনি বলতো ছেলের জন্য?
- কেন কাকু কাকিমা তোর জন্য করেননি? তুইও ওদের ফেলেই এগিয়ে গিয়েছিস জীবনে। আজ তোর দেখানো পথেই পুলু এগিয়েছে, শুধু সময়টা আর কারণটা বদলেছে।
- তুই জানিস পুলু বিয়ে করেছে, জানানোর প্রয়োজন বোধ করেনি।
- কেন বলবে, তুই কাকিমাকে সব কথা বলতিস? পুলূর জন্মদিনে কতো লোক নিমন্ত্রিত থাকত শুধু কাকিমা বাদ! মনে পড়ে সে কথা? পুলুও শিখে নিল, সব মা বাবাকে জানানোর দরকার নেই। দেখ আমি তোর ছোটবেলার বন্ধু তোর ভুলগুলো বলছি। তুই এই জীবনটা যতো তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবি শান্তি পাবি।
- ঠিকই বলেছিস, সময় আমাকে শিক্ষা দিয়ে গেল।
- দেখ সন্তান মা বাবার দেখেই শেখে। মা বাবা এমন একটা সিঁড়ির ধাপ যেটা পার করা হয়ে গেছে।
দুই বন্ধু সন্ধ্যার ম্লান আলো গায়ে মেখে ঘরের দিকে এগোলেন।
_____________________
(শব্দ সংখ্যা ~১৯৮)