Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

 বিভাগ - কবিতা নাম - তার কথা কবি - শঙ্কর ঘোষ তারিখ - 22/08/2020
|| তার কথা ||
সে বলেছিলো - ছিঁড়ে খাবে |তারপর বহুবার অযাচিত স্পর্শে ঝরেছিল লালা |অথচ সে ছিঁড়ে খেতে পারেনি |আজও কিছু মাছরাঙা হেমন্তের রাতে শীতঘুমে কাতর |অদূরে সন্ন্যাসী …

 

বিভাগ - কবিতা 

নাম - তার কথা 

কবি - শঙ্কর ঘোষ 

তারিখ - 22/08/2020


|| তার কথা ||


সে বলেছিলো - ছিঁড়ে খাবে |

তারপর বহুবার অযাচিত স্পর্শে 

ঝরেছিল লালা |

অথচ সে ছিঁড়ে খেতে পারেনি |

আজও কিছু মাছরাঙা হেমন্তের রাতে 

শীতঘুমে কাতর |

অদূরে সন্ন্যাসী দাঁড়িয়ে ডাকে --

কাছে আয় |

মাঝে মাঝে মনে হয় বড়ো বেশি সময় 

কাটিয়েছি পৃথিবীর বুকে |

পাইনের দল ভিড় করে আসে মনে ,

বলে - কাছে আয় |

মৃত্যুকে বহুবার জন্মাতে দেখেছি পৃথিবীর কোলে ;

তবু কেন ছিঁড়ে খেতে চায় সে ?

বদলা নিচ্ছে মন ধীরে ধীরে ,

ঘুমন্ত সিংহ মনের আনাচে কোথাও আড়ি পেতে বসে থাকে , বলে - 

ছিঁড়ে খাবো ,

ছিঁড়ে খাবো তোকে |

........... কিন্তু কেন জানি ছিঁড়ে খাওয়া হয়না আর |

তখন উসকোখুসকো রাত ছেঁড়া আস্তিনে মুখ মুছে চাঁদকে বলে --

কাছে আয় , 

কাছে আয় ||