#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_২২#বিষয়___প্রেম#কবিতা : "#প্রেম"#নীহার কান্তি মন্ডল তাং ২১/০৮/২০২০
জানি মিথ্যে কথার ফাঁদে আমায় বাঁধতে এসেছিলিআমার ভালোবাসার জালে শেষে নিজেই বন্দী হলি।
তোর ভালোবাসার ক…
#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_২২
#বিষয়___প্রেম
#কবিতা : "#প্রেম"
#নীহার কান্তি মন্ডল
তাং ২১/০৮/২০২০
জানি মিথ্যে কথার ফাঁদে
আমায় বাঁধতে এসেছিলি
আমার ভালোবাসার জালে
শেষে নিজেই বন্দী হলি।
তোর ভালোবাসার কথা
জানি সবটা সত্যি নয়
তবু মিথ্যে বলে ভাবতে
মোর বড্ড কষ্ট হয়।
আমায় সত্যি করে কেউ তো
কয় নি প্রেমের কথা
তাই মিথ্যে প্রেমের জালেই
খুঁজি প্রেমের সার্থকতা।
তোর কথাগুলোই মিথ্যে
তোর "তুই" মিথ্যে নয়
জানি সত্যি হবেই একদিন
তোর মিথ্যে অভিনয়।
জীবন টা আজ বড্ডো
যেন ক্লান্ত মনে হয়
এই শেষ জীবনে তাই তো
মন তোকেই পাশে চায়।