সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২২তারিখঃ ২০/০৮/২০২০বিষয়ঃ প্রেমবিভাগঃ কবিতাশিরোনামঃ দুটি প্রেম✍️✍️✍️কানন পটুয়া-
একটি প্রেম অনন্ত আকাশ, সদাই বিরাজমান।আরেকটি প্রেম শরতের মেঘ উঁকিঝুঁকি চলমান।একটি প…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২২
তারিখঃ ২০/০৮/২০২০
বিষয়ঃ প্রেম
বিভাগঃ কবিতা
শিরোনামঃ দুটি প্রেম
✍️✍️✍️কানন পটুয়া-
একটি প্রেম অনন্ত আকাশ,
সদাই বিরাজমান।
আরেকটি প্রেম শরতের মেঘ
উঁকিঝুঁকি চলমান।
একটি প্রেম বাদল দিনের
ঝর ঝর ঝর ধারা।
আরেকটি প্রেম একপশলা
উচ্ছলতা বাঁধনহারা।
একটি প্রেম শীতল হাওয়া,
অনুভব তার দেহে মনে।
আর একটি প্রেম ঝড়ের বেগে
নিয়ে বেড়ায় তার সনে।
একটি প্রেম গাছের শোভা
ছিঁড়লে বড় বুকে বাজে।
আরেকটি প্রেম ফুলদানিতে
সৌখিনতার সোহাগ খোঁজে।
একটি প্রেম বুকের মাঝে
নীরব কোনের অধিবাসী।
আরএকটি প্রেম থরথর কাঁপে
মিলনের অভিলাষী।
একটি প্রেম মনের ক্ষুধায়
উদাস বাউল ছন্নছাড়া।
আরেকটি প্রেম দেহের ক্ষুধার
উন্মত্ততায় দেয় যে সাড়া।
একটি প্রেম বিলায় শুধু
উজাড় করে ঝুলি।
আর একটি প্রেম হিসেবি বড়
গায় শেখানো বুলি।
একটি প্রেম কলঙ্কিত,
কন্টকিত রক্ত ঝরা।
আরেকটি প্রেম উদ্দাম অতি
পথভ্রষ্ট দিশাহারা।
একটি প্রেম অমূল্য অতি
লভে যে জন বরাত জোরে।
আরেকটি প্রেম কিনতে পাবে
ভালবাসার বাজার ঘুরে।