শিরোনাম : কৃষ্ণসখা✍ : কেয়া চক্রবর্তীতারিখ : ১১.০৮.২০
মধুর তোমার মুখের হাসি, মনে দেয় অনিবর্চনীয় তৃপ্তি,এ কোন সুরে বাজে তোমার বাঁশি,অস্থির মনে পাই যে বড় স্বস্তি।।
আজ যে জন্মাষ্টমীর পুণ্যতিথি,এদিনেই তুমি জন্মিলে কংসের কারাগারে,পালন কর…
শিরোনাম : কৃষ্ণসখা
✍ : কেয়া চক্রবর্তী
তারিখ : ১১.০৮.২০
মধুর তোমার মুখের হাসি,
মনে দেয় অনিবর্চনীয় তৃপ্তি,
এ কোন সুরে বাজে তোমার বাঁশি,
অস্থির মনে পাই যে বড় স্বস্তি।।
আজ যে জন্মাষ্টমীর পুণ্যতিথি,
এদিনেই তুমি জন্মিলে কংসের কারাগারে,
পালন করি মেনে সকল রীতিনীতি, তোমার জন্মতিথি,
যোগমায়ার ও আজই আবির্ভাব নন্দের ঘরে।।
ঝড়ের রাতে, নিকষ ও তিমিরে তোমার আগমন,
মিটাতে সকল পাপ এই ধরিত্রীর
তোমার লীলা ও বাঁশির সুরে মাতলো বৃন্দাবন,
প্রচারিলে তুমি বাণী প্রেম ও প্রীতির ।।
রাধার মনে তুমি করিলে বসতি,
সাঙ্গ করলে সেথায় তোমার বাল্যলীলা
মনে মনে পূজে সবাই তোমার মুরতি,
গোপিনী সঙ্গে মাতলে, রচিলে রাসলীলা।।
তোমার লীলার কথা কেমনে করিব রচিত,
কৃষ্ণসখা তুমি অর্জুন সারথি,
তোমার মত সখা পেয়ে সুদামা ছিলেন বড়ই প্রীত,
তোমার শ্রীচরণে আমি করি প্রণতি।।
©কেয়া চক্রবর্তী ১১.০৮.২০®