অবগুন্ঠন/ দেবাশীষ©©©©©©©
অন্ধকার অবগুণ্ঠন ছেড়ে তুমি বেরিয়ে এসেছ সকাল, এসো তোমায় বরণ করি।
আজ অন্তহীন প্রত্যাশাচলো ধরি হাত,ফিরে যাই আবার সেথায়....নগ্ন পায়ে আলোময় সন্ধিক্ষনে।
চেয়েছিলে তুমি মুঠোয় ধরতেওই নীল আকাশ,চেয়েছিল বদল.......দিনযা…
অবগুন্ঠন/ দেবাশীষ
©©©©©©©
অন্ধকার অবগুণ্ঠন ছেড়ে
তুমি বেরিয়ে এসেছ সকাল,
এসো তোমায় বরণ করি।
আজ অন্তহীন প্রত্যাশা
চলো ধরি হাত,
ফিরে যাই আবার সেথায়....
নগ্ন পায়ে আলোময় সন্ধিক্ষনে।
চেয়েছিলে তুমি মুঠোয় ধরতে
ওই নীল আকাশ,
চেয়েছিল বদল.......
দিনযাপনের দিনলিপির।
অনেক রঙতো ধরেছো
দু'হাতের আঁজল দিয়ে,
ক্যানভাসে এখন টুকরো টুকরো
অনেক জলছবি।
স্বপ্নে যদি কখনো ভাঙ্গন ধরে,
জলছুরি কেটে নেয় পাথর,
এই অন্তহীন নীলাকাশে.....
যদি থেমে যায় ডানামেলা পাখি।
কিছুর শেষ নেই,
নেই কোন সময়ের বিরাম,
অনেক না বলা কথা....
শুধু একরাশ স্তব্ধতার অন্ধকারে।
এই ভাল এটাই তো ছবি,
লিখে রাখা কিছু আঁকিবুঁকি,
আর স্বপ্নের রঙে আকা.......
এই সময়ের পটভুমি।।
--♪♪♪♪♪♪♪♪♪