Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দূর্গার-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_১৯
#বিভাগ_কবিতা
#বিষয়__নীলাকাশ
#শিরোনাম : #প্রকৃতি_ও_তুমি
   #নীহার_কান্তি_মন্ডল

 ঘন অন্ধকারে ঢেকে আছে চারিদিক
      মেঘেরা দাঁড়িয়ে আছে ঠায়
          দমবন্ধ গুমোট প্রকৃতি
 মুহূর্তটা ঠিক যেন তোমারি প্র…


#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_১৯
#বিভাগ_কবিতা
#বিষয়__নীলাকাশ
#শিরোনাম : #প্রকৃতি_ও_তুমি
   #নীহার_কান্তি_মন্ডল

 ঘন অন্ধকারে ঢেকে আছে চারিদিক
      মেঘেরা দাঁড়িয়ে আছে ঠায়
          দমবন্ধ গুমোট প্রকৃতি
 মুহূর্তটা ঠিক যেন তোমারি প্রতিচ্ছবি।

এর চেয়ে ঢের ভালো মেঘেদের ঠোকাঠুকি
   গম্ভীর গর্জন, বিদ্যুতের ঝলকানি
           আর প্রবল বর্ষণ।
    তারপর --নির্মল নীলাকাশ ,
          যেন তুমি নীলাম্বরী
স্নিগ্ধ শান্ত প্রকৃতি - যেন বৃষ্টিস্নাত তুমি
   পড়ন্ত বিকেলে - রবির প্রকাশ
      তোমারি হাসির ঝিলিক।

দিগন্তে দেখা দিক - রঙধনুর বাঁকা হাসি
 যেমন দেখেছি তব রাঙা ওষ্ঠাধরে।

এক পশলা বৃষ্টির পরে মনে হতেই পারে
মেঘ কেটে দেখা দেবে উজ্জ্বল নীলাকাশ।

        হয়তো মনের ভুল -
 দূরাকাশে ভাসমান শ্বেত তূলারাশি
আদৌ নয়তো কোনো  'সাদা মেঘের ভেলা'
হঠাৎ বদলে যাবে ঘন-কালো মেঘের সারিতে,
          তোমার হৃদয়াকাশে
      জমে থাকা ক্ষোভের মতন
 তোমার কটাক্ষ-সম বজ্রের ভ্রুকুটি
 গর্জিবে বর্ষিবে পুনঃ বাক্য-বাণ সম।
                  তারপর--
         আপাতঃ শান্ত হবে সব
     শুরু হবে --- আগামীর প্রস্তুতি।