Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দূর্গার-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৯
কবিতা
!!এতো লাশ রাখি কোথায়!!
   কবি অমিতাভ মুখার্জী
৩১/০৭/২০২০

এতো লাশ রাখি কোথায়!
ক্ষতবিক্ষত হৃদয় জুড়ে মৃত্যুর ঘন্টা বেজে চলেছে প্রতিনিয়ত!
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এক টুকরো কাপড়ের আবরণে।
এতো লা…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৯
কবিতা
!!এতো লাশ রাখি কোথায়!!
   কবি অমিতাভ মুখার্জী
৩১/০৭/২০২০

এতো লাশ রাখি কোথায়!
ক্ষতবিক্ষত হৃদয় জুড়ে মৃত্যুর ঘন্টা বেজে চলেছে প্রতিনিয়ত!
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এক টুকরো কাপড়ের আবরণে।
এতো লাশ রাখি কোথায়!
হিসাব গুনেছে কি বিধাতার দরবারে।
কতশত মায়াবী মুখও আজ অসহ্য লাগে সম্পর্কের আবডালে বসে অট্টহাসে সংশয় মন।
বন্ধুত্বের হাতে হাতকড়া, কখন যেন ছোঁয়াছুঁয়ি হয় সেই অছিলায় হাতটা আমার অজুহাত পকেট বন্দি।
এতো লাশ রাখি কোথায়!
সবি হলো হিসাব-নিকাশ পাওয়া না পাওয়ার মাঝে বিধাতার খেলা।
ঈশ্বর তো দয়াময় এখনো কি বলবে !!
রাতের ঘন অন্ধকারে ভেসে আসে লক্ষ লক্ষ মানুষের নিঃশব্দ কান্না।
নির্দয় বাতাসে ঘাড়ে নিঃশ্বাস ফেলে অশরীরি শঙ্কা...!
মাটি জল গাছপালা আজ কত অচেনা অথচ কদিন আগে তারা ছিল কতো আপন কতো নিজের।
কতদিন খোলা মাঠে আকাশ দেখিনি বলিনি কথা বাতাসের সাথে।
নির্জনে একা বসে ছাতের আলসেয় পা দোলাইনি কতদিন।
আসলে মন থেকে চলে গেছে অনেকটাই দূরে ভালোলাগা গুলো।
বাসা বেঁধেছে অজানা একটা ভয়। ডরটাই তো হাতছানি দেয় বিছানার পাশে বসে রোজ রোজ রাতের বেলা। চিত হয়ে শুয়ে শুয়ে ইলেকট্রিক পাখার শব্দ শুনে শুনে সকাল হয়ে যায়।
মিনতি করি প্রভুর কাছে এবার সাঙ্গ করো মৃত্যু যন্ত্রণা।
এতো লাশ রাখি কোথায় !!
 ----------------------
@স্বত্ব সংরক্ষিত