#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৯
#বিষয় নীল আকাশ
#শিরোনাম তৃষিত চাতক
#পৌলোমী ধর সরকার
রচনার তারিখ --৩১.৭.২০,শুক্রবার
====================================
এক বৃত্তাকার আকাশসম পিপাসিত হৃদয় নিয়ে চির তৃষিত চাতকের ন্যায় তোমার বাহুডোরে …
#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৯
#বিষয় নীল আকাশ
#শিরোনাম তৃষিত চাতক
#পৌলোমী ধর সরকার
রচনার তারিখ --৩১.৭.২০,শুক্রবার
====================================
এক বৃত্তাকার আকাশসম পিপাসিত হৃদয় নিয়ে চির তৃষিত চাতকের ন্যায় তোমার বাহুডোরে দিলাম ধরা l
নিঝুম সন্ধ্যার স্নিগ্ধ,মোহময়ী সিক্ত বাতাসে অক্লান্ত বর্ষণ হয়তো মেটাবে প্রেয়সীর পিপাসা l
চোখের কার্নিশের বৃষ্টি ফোটা যেন আগুন জ্বালালো যৌবনের আঙিনায়,
তৃষিত চাতকের ন্যায় আদিবৃত্তে খুঁজি যৌবনের তৃষ্ণা মেটানোর উপকরণ l
ফেনিল উচ্ছ্বাসে বয়ে যাক চিরপিপাসিত হৃদয়জ্বালা l
অপূর্ণতার খরায় দগ্ধ হৃদয় জমিন জলশূন্য মরুভুমির ন্যায় l
কামনা মেটানোর বাহানায় তৃষিত চাতক নিমজ্জিত রয়েছে ফোয়ারার বুকে l
চির পিপাসিত হৃদয় নিয়ে মুহূর্তে উপছে পড়ছে আমার হৃদয় আঙিনায় l
আমি উত্তাপহীন, নিরুত্তর, উৎপীড়নের ধ্বনিতে বিভোর রই l
বিষণ্ণ বেলায় মেঘবন্ধু কে জানাই আমন্ত্রণ, সইছে না শরীরের কামনার প্রহসন l
অভিমান,বিরহজ্বালা,তৃষ্ণার্ত হৃদয় নিঃশ্বাসের সহিত মিশে দমবন্ধের জোগাড় l
উত্তাল-পাতাল ঢেউ কথা দিয়েছে আমার আত্মভোলা সখাকে নিয়ে আসবে !
যাঁর ছোঁয়ায় আমার সাদাকালো রহস্যময় জীবন ক্যানভাস হবে তৃপ্তময় রঙিন l
কতো বিনিদ্রা রজনী,কতো আলোকবর্ষ কেটেছে নিরন্তর !
বিচলিত অনুভবে বালিয়াড়ি ভাঙা ঢেউ আঘাত হানে..তবুও তৃষিত চাতকের ন্যায় পিপাসা নিবারণের সরঞ্জাম খুঁজতে ছুটে বেড়াই অজানা প্রান্তরে...অমৃতধারার সন্ধানে l
আকাশ পানে চেয়ে আসে না আর কবিতা..
শুধু তৃষিত চাতকের ন্যায় হাহাকার করে এ হৃদয় ll