সাপ্তাহিক প্রতি যোগিতা পর্ব ২০বিষয়-শ্রদ্ধাঞ্জলিকবিতা,তোমাকে দেখেছি বাদল বরুয়াকলমে,আমজাদ পাপিতারিখ,০৫,৮,২০২০ইংতোমায় দেখেছি বন্ধু রাঙ্গামাটি এক চায়ের দোকানেপার্বত্য কাব্যের দ্বিবার্ষিকী সম্মেলন চলছিললাল একটি মটর সাইকেল করে এসে ফোন …
সাপ্তাহিক প্রতি যোগিতা পর্ব ২০
বিষয়-শ্রদ্ধাঞ্জলি
কবিতা,তোমাকে দেখেছি বাদল বরুয়া
কলমে,আমজাদ পাপি
তারিখ,০৫,৮,২০২০ইং
তোমায় দেখেছি বন্ধু রাঙ্গামাটি এক চায়ের দোকানে
পার্বত্য কাব্যের দ্বিবার্ষিকী সম্মেলন চলছিল
লাল একটি মটর সাইকেল করে এসে ফোন করলে দাদা তুমি কোথায়।
এইতো অনুষ্ঠান স্থলে,
তুমি আহ্বান করলে বাহিরে এসো তোমাকে নিয়ে চা খাব।
রাঙ্গামাটি সেনা বাহিনী ক্যাম্প ঘেষা সেই চায়ের দোকানে তোমাকে দেখলাম।
তুমি দূর থেকে যে ভাবে দৌড়ে এসে গলা জড়িয়ে ধরলে,,সে ধরাটা কী ভুলতে পারি বলো বন্ধু?
তোমার ঐ সাদা মনের কাছে আমি হেরে গেছি বাদল বড়ুয়া।
বন্ধুত্বের টানে চট্টগ্রাম হতে ময়মনসিংহ কবি তোফাজ্জলের বাড়িহয়ে বগুড়ায় তোমার সাথে আমার দেখা।
জ্যাকেট পড়া কাঁধে চাদর চশমা চোখে হাতে সম্ভবত সিগারেট।
তোমাকে দেখলাম বগুড়া জেলা সহ কমিশনার নজরুল স্যারের সাহিত্য আড্ডায়,
তোমার সাথে দেখা হলো লেগুনা গাড়ীর সিটে বসে গান করছিলে,তোমার সাথে দেখলাম সহ পার্টি বন্ধু বান্ধব
কবি রববানী দাদা কবি তোফাজ্জল কবি এস এম শরিফ কবি মারিয়া নূর।
তোমার সাথে দেখা হলো মহাস্থানগর শাঁ সুলতান আওলিয়ার মাজারের সামনে
তোমায় দেখলাম মহাস্থানগর জাদু ঘরের সামনে ফুল বাগানে ছবি তুলতে,
তোমাকে দেখলাম বাদল বড়ুয়া,বেহুলা লক্ষীন্দরের বাসর নামে খ্যাত উদ্দানে দশ টাকায় একটি বাঁশের বাঁশি কিনছিলে।
তোমাকে দেখলাম রাতে হোটেল রুমে নেচেনেচে বাঁশি বাজালে আনন্দে কেটে গেল রাত।
তোমাকে দেখছি সিগারেটের পর সিগারেট জ্বালিয়ে পথ চলতে
তোমায় দেখলাম আমজাদ পাপির ভাঙা মাটির ঘরে বসায়ে, সাথে শরিফ ভাইও ছিল,
তোমাকে দেখেছি বাদল দাদা,তবে নীরব দেখিনি
চঞ্চল তারুণ্যের ভাবনায় সর্বদা মানুষ খুঁজতে।
তুমিনা আমাকে দাওয়াত দিয়ে গেলে বাদল দাদা
ঠিকানাটা দেবে কী? আমি যাব তোমার বাড়ি।
ভাল থেকো আমি সময় পেলেই তোমার ওখানে গিয়ে দেখা করবো
আমজাদ পাপি
মাঝুখান মৌচাক গাজীপুর