স্মরণে কবি বাদল বড়ুয়া🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২০কলমে শম্পা কর্মকার4.8.2020✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️কবি শিরোমণি প্রাতঃস্মরণীয় তোমায় স্মরণ করিচেষ্টা করছি দিতে কিছু কথার অঞ্জলি।।লেখার মাঝে ছিল তোমার বিচরণকবি বলে…
স্মরণে কবি বাদল বড়ুয়া
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ২০
কলমে শম্পা কর্মকার
4.8.2020
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
কবি শিরোমণি প্রাতঃস্মরণীয় তোমায় স্মরণ করি
চেষ্টা করছি দিতে কিছু কথার অঞ্জলি।।
লেখার মাঝে ছিল তোমার বিচরণ
কবি বলে দাদা বলে সবাই করেছে বরণ।।
জীবনের শেষ বেলায় কলম ছিল চলমান
পৃথিবীর বুকে লেখা রবে তোমার স্মরণীয় নাম।।
কেন এমন হয়
হঠাৎ করে সব মায়া ছেড়ে চলে যেতে হয়।।
কত সাহিত্য পরিবারের তুমি ছিলে মধ্যমণি
লেখার মাঝে কিছু সম্মান পেয়েছো আপনি।।
হঠাৎ করে হল ছন্দ পতন
ছিড়ে গেলো পৃথিবীর বন্ধন।।
যেথায় চলে যেতে হয় সবার
সেথা থেকে ফিরে এসো আবার।।
সকলের হৃদয়ের শুন্য স্থানে
শুন্য থেকে যাবে
হারিয়ে যাওয়া সহজ নয়তো
কিছু দিয়ে ভরাট নাহি হবে।।
স্মরণীয় যে বরণীয় তিনি
শ্রদ্ধাজ্ঞাপন হে গুণী হে মানি।।