সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০ বিষয়- শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিরোনাম - ভারাক্রান্ত হৃদয় কলমে- দিলীপ কুমার গরানী০৮/০৮/২০২০
বন্ধু,তুমি না বলে, চির অস্তাচলে,গিয়েছো বহুদূরে,ক্রন্দন সাগরে ভাসিয়ে মোদের চিরতরে;একরাশ শূন্যতায় হৃদয় গিয়েছে ভরে-অ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০
বিষয়- শ্রদ্ধাঞ্জলি নিবেদন
শিরোনাম - ভারাক্রান্ত হৃদয়
কলমে- দিলীপ কুমার গরানী
০৮/০৮/২০২০
বন্ধু,
তুমি না বলে, চির অস্তাচলে,
গিয়েছো বহুদূরে,
ক্রন্দন সাগরে ভাসিয়ে মোদের চিরতরে;
একরাশ শূন্যতায় হৃদয় গিয়েছে ভরে-
অব্যক্ত যন্ত্রণার তিরে
হৃদয় বিদ্ধ করে।
তবুও স্মৃতিগুলো আজও বারে বারে বাজে,
তোমার কত কবিতা, ছড়া পড়েছি কাজের মাঝে;
সাহিত্যের প্রাঙ্গণে তব অবদান
ভুলতে পারি না যে--
আজও ভাবনায় বাজে,আকাশের মাঝে তুমি বুঝি হয়ে আছো এক তারা;
উদাস মনে, আকাশের পানে,
আমি তোমায় খুঁজে খুঁজে হই দিশেহারা।
আমরা ভাবিনি কেউ, আসবে এমন দিন,
তব অকাল প্রয়াণের স্মৃতি
বহিতে হবে চিরদিন;
জানি না কোথায় আছো,কোন
সুদূরে,
তবুও নয়নের সম্মুখে তুমি নাই, রয়েছো নয়ন জুড়ে।
হয়তো বা পরমাত্মার সাথে হয়েছো বিলীন,
তবে চিরশান্তিতে তুমি থেকো চিরদিন;
কিংবা আবার নবজাতক হয়ে এসো ফিরে,
এই বাংলার কোনো এক সাহিত্য কুটিরে।
---------------------