সাপ্তাহিক প্রতিযোগিতা-পর্ব:২০বিষয়:-শ্রদ্ধাঞ্জলি নিবেদনকলমে:-তাপস সেন।তারিখ:-৫,৮,২০২০.
কবি-বাদল বড়ুয়া,তোমায় আমি দেখিনিপড়েছি তোমার কবিতা,পাঠিয়েছি শুভেচ্ছামেনে নিতে পারছি না-তোমার চলে যাওয়াআত্মার শান্তি কামনা করি,এ মোর প্রার্থনা।
তোমা…
সাপ্তাহিক প্রতিযোগিতা-পর্ব:২০
বিষয়:-শ্রদ্ধাঞ্জলি নিবেদন
কলমে:-তাপস সেন।
তারিখ:-৫,৮,২০২০.
কবি-বাদল বড়ুয়া,তোমায় আমি দেখিনি
পড়েছি তোমার কবিতা,পাঠিয়েছি শুভেচ্ছা
মেনে নিতে পারছি না-তোমার চলে যাওয়া
আত্মার শান্তি কামনা করি,এ মোর প্রার্থনা।
তোমার লেখা স্থান পেয়েছিল,মনের ঠিকানায়
দুরন্ত ভাষায় লেখা,আবেগের বিশুদ্ধ প্রকাশ
শ্রদ্ধায় মন ভাষালাম, দুঃখের মায়াবী স্রোতে
সময়ের গাঁট, চোখে জল দিয়ে-আবার প্রভাত।
মেঘ সত্য- -আকাশ সত্য- -সৃষ্টি সত্য- -
বিনাস সত্য- -ধর্ম সত্য- -কর্ম সত্য- -
জীবন সত্য- -জগৎ সত্য- -দুঃখ সত্য- -
জয় সত্য- - ক্ষয় সত্য- -মৃত্যু সত্য- -।।