ফিরে এসো আর একটি বারচৈতালী দাসমজুমদার১২/০৮/২০২০================
কতদিন দেখি না সোনা ঝরা বিকেলে তোমার লাবণ্যময় মুখ।দগ্ধ হৃদয়ে ছায়াপথে বোবা কান্নার ঝর্ণা বয়ে চলে যায় অবিরাম দুই নদীর কূলে।
আমি একাকী নির্জনে বসে কল্পনার সাগরে ভেসে …
ফিরে এসো আর একটি বার
চৈতালী দাসমজুমদার
১২/০৮/২০২০
================
কতদিন দেখি না সোনা ঝরা বিকেলে তোমার লাবণ্যময় মুখ।
দগ্ধ হৃদয়ে ছায়াপথে বোবা কান্নার ঝর্ণা বয়ে চলে যায় অবিরাম দুই নদীর কূলে।
আমি একাকী নির্জনে বসে কল্পনার সাগরে ভেসে যেতে যেতেও ফিরে আসি একটা কবিতার বই হাতে।
বইয়ের পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই দেখি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা "ভালোবাসা বহুদিন আগে " কবিতাটি , আমি মনোযোগ দিয়ে পড়লাম।
মনের ঘরে স্বপ্ন সাজাতে গিয়ে মনে হল আমার ভালোবাসা কোন এক ধূসর বিকেলে থমকে দাঁড়িয়ে গেছে।
তাই প্রত্যেকটা বিকেলে খুঁজে চলি সেই চেনা মুখ,
একদিন যার হাতে হাত রেখে বলেছিলাম ভালোবাসি।
চোখ বুজলেই দেখি কালবৈশাখীর আগমনের সম্ভাবনা ।
আকাশ কালো মেঘে ঢাকা ,ভয়ে কেঁপে ওঠে বুক, অস্থির হয়ে ওঠি।
তবে কি সত্যি হারিয়ে গেলে ওই নির্জন অন্ধকারে দেখতে দেখতে কেটে গেল কত বছর কত দিন .....
আকাশ জুড়ে এলো আষাড়, সেই আষাড়ের হাত ধরে খুঁজেছি তোমাকে ।
আলো-আঁধারির ছায়াপথ ধরে অবশেষে গেলাম সূর্যাস্তের অন্তিম স্হলে যেখানে তুমি নিমিষেই বিলীন হয়েছিলে।
অপেক্ষায় আজও সেই সোনা ঝরা বিকেলের সাথে আমি,
অনুরোধ এই ফিরে এসো আর একটি বার ।