#ঘরে_ফেরেনি_মেয়েটা__ -------------- শিখা পাল --------=============================
সাত - সাতটা দিন পার হয়ে গেলো ঘরে ফেরেনি মেয়েটা , লোকাল থানায় নিরুদ্দেশের ছবি --সেই দিনও চতুর্দিক নীরব ছিল খুবই।
হরি সভার মাঠে বসেছিল সালি…
#ঘরে_ফেরেনি_মেয়েটা__
-------------- শিখা পাল --------
=============================
সাত - সাতটা দিন পার হয়ে গেলো
ঘরে ফেরেনি মেয়েটা ,
লোকাল থানায় নিরুদ্দেশের ছবি --
সেই দিনও চতুর্দিক নীরব ছিল খুবই।
হরি সভার মাঠে বসেছিল সালিসি
চারিদিকে পাড়া পড়শী,
মাঝখানে দাঁড়িয়ে সেই মেয়েটা নতমুখ --
কাল রাতে নাকি করেছিল কেউ দরজায় ঠুকঠুক।
স্বামী রোজ রাতে পাশের গ্রামেতে
পরকীয়া শেষে পরদিন ফেরে বাড়ি,
সেদিন আকাশ ছিল বিধুর, তখনও চারিধার কালো--
মেয়েটির মনে সেদিন ভালোবাসার হাজার তারার আলো।
সেদিন আঙুলে লেগেছিল কিছু তৃপ্তি কণা,
বুক জুড়ে ছিল কত জ্যোৎস্নার গান,
শরীরের ফাটল ফুঁড়ে ফুটেছিল মাধবীলতা --
কুলুঙ্গিতে নিভু নিভু প্রদীপ আর না-পাওয়ার আকুলতা।
তারপর ভোর বেলা স্বস্তিকা চিহ্ন টি গেলো মুছে,
উঠোনে ছড়ানো হলো গঙ্গাজল,
কে যেন দেখেছে মেয়েটির দু'চোখে সুখ লেগেছে --
আজ থেকে মেয়েটা কুলটা হয়েছে।
চারিদিকে ফিসফাস, পাতাদের টুপটাপ,
সালিসির নিদানে মেয়েটি ও ঘরছাড়া চুপচাপ,
তারপরে কেটে গেলো সাত সাতটা দিন--
পদ্ম ঘাটের কালো জলে ভাসলো দেহ নিথর মলিন।।
~~~~~~~~~~ 💲 ~~~~~~~~~~