Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আত্মপ্রকাশ । **************** প্রবীর রায়।  ************** তারিখ: 12/08/2020 *********************** আমি বিধস্ত, আমি উন্মত্ত,  আমি করিনা পরোয়া কারো।   আমি অন্যয়ের বিরুদ্ধে সোচ্চার,  আমি প্রতিবাদ করি প্রতিনিয়ত ।
ভয়কে আমি জয় করেছি,  মৃত্যু আমা…



আত্মপ্রকাশ ।
****************
প্রবীর রায়। 
**************
তারিখ: 12/08/2020
***********************
আমি বিধস্ত, আমি উন্মত্ত, 
আমি করিনা পরোয়া কারো।  
আমি অন্যয়ের বিরুদ্ধে সোচ্চার, 
আমি প্রতিবাদ করি প্রতিনিয়ত ।

ভয়কে আমি জয় করেছি, 
মৃত্যু আমার পরম ভৃত্য। 
আমি উন্মাদ, আমি উন্মত্ত, 
ভেঙে গুঁড়িয়ে দিয়েছি অপরাধ ।

আমি রমনীর অতি প্রিয়, 
আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। 
আমি  মহাদেবর হাতের তৃশূল, 
আমি মাধবের সুদর্শন চক্র ।

আমি ঈশ্বরের অতি প্রিয়, 
আমি তাঁরই ইচ্ছায় নিয়োজিত। 
আমি ভেদাভেদ মানিনা কভু, 
আমি ঈশ্বরে বিশ্বাসী প্রতিনিয়ত।