সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০বিষয়-শ্রদ্ধাঞ্জলি নিবেদনকবিতা-হে অমরকলমে-মুহাম্মদ নাসেরউদ্দিনতারিখ-০৫.০৮.২০
বাদল বড়ুয়া নির্ভীক তুমিভাবাবেগে আবদ্ধ স্মৃতিতে,মায়াজালে তুমি সদা সর্বদাতেজের ছায়াতলের সংস্কৃতিতে।
কবিরা তোমার দেখে হতবাকশ…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০
বিষয়-শ্রদ্ধাঞ্জলি নিবেদন
কবিতা-হে অমর
কলমে-মুহাম্মদ নাসেরউদ্দিন
তারিখ-০৫.০৮.২০
বাদল বড়ুয়া নির্ভীক তুমি
ভাবাবেগে আবদ্ধ স্মৃতিতে,
মায়াজালে তুমি সদা সর্বদা
তেজের ছায়াতলের সংস্কৃতিতে।
কবিরা তোমার দেখে হতবাক
শিক্ষার আস্ফালনে বলীয়ান,
তোমার মাথা উঁচু জীবনে
তুমি দয়ার অম্লান।
বাংলায় গৌরব তুমি সাহিত্যিক
কবিদের মনে পরমবন্ধু,
তুমি সংগঠক আলোময় তারকা
দুঃখে তুমি অনাথবন্ধু।
দুঃস্থ কবিদের পাশে তুমি
দরিদ্ররা পাবে পরিত্রাণ,
হে অমর কবি সম্রাট
তুমি মোদের মহাপ্রাণ।