Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রতিবাদ দিবস পালন

শুক্রবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ডেপুটেশন এবং জাতীয় শিক্ষা নীতি  ২০২০ প্রতিলিপি…

 


শুক্রবার বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ডেপুটেশন এবং জাতীয় শিক্ষা নীতি  ২০২০ প্রতিলিপি পোড়ানো হয় । কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আনন্দ  হান্ডা ।তিনি বলেন 

"শিক্ষার বুনিয়াদ ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে ।  শিক্ষক সংগঠন, ছাত্র সংগঠন ,শিক্ষাবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতিবাদ সত্ত্বেও কেন্দ্র সরকার শিক্ষার সম্পূর্ণ বেসরকারিকরণ এবং মধ্যযুগীয় ধারণা গড়ে তোলার উদ্দেশ্যে এই শিক্ষানীতি চালু করেছে । 

 প্রসঙ্গত উল্লেখ্য এই শিক্ষা নীতির মাধ্যমে সারা দেশজুড়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথা সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে   । আমরা জানি যে আশির দশকে এরাজ্যে ইংরেজি এবং পাশ ফেল তুলে দেওয়ার ফলে শিক্ষায় একদা  প্রথম স্থানে থাকা এরাজ্য বর্তমানে শেষের সারিতে। ব্যাপক প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে । জাতীয় শিক্ষানীতি চালু হলে সারাদেশের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত ধ্বসে পড়বে। এই আক্রমণের প্রতিবাদে সর্বস্তরের শিক্ষক সমাজকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানায়। "

"স্বাস্থ্যবিধি মেনে আজকের সংক্ষিপ্ত পরিসরে প্রতিবাদ কর্মসূচি হয়