Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষক নরসিংহ দাসের এক অভিনব প্রয়াস

#শ্রদ্ধাঞ্জলী২০১৮ থেকে বিভিন্ন সময়ে কবিগুরুর জন্ম ও প্রয়াণ দিবসে এই ভাবেই  শ্রদ্ধাঞ্জলী দিয়ে এসেছেন মেদিনীপুরের বাসিন্দা পেশায় শিক্ষক, নেশায় শিল্পী নরসিংহ দাস। বিভিন্ন সময় বিভিন্ন মনিষীদের ছবি তৈরি করে এক অভিনবত্বের নিদর্শন…

 

#শ্রদ্ধাঞ্জলী

২০১৮ থেকে বিভিন্ন সময়ে কবিগুরুর জন্ম ও প্রয়াণ দিবসে এই ভাবেই  শ্রদ্ধাঞ্জলী দিয়ে এসেছেন মেদিনীপুরের বাসিন্দা পেশায় শিক্ষক, নেশায় শিল্পী নরসিংহ দাস। বিভিন্ন সময় বিভিন্ন মনিষীদের ছবি তৈরি করে এক অভিনবত্বের নিদর্শন তৈরি করেছেন। কখন ও কালো জিরা, সর্ষে, মুসুর ডাল ,লঙ্কা, এমন কি কলমি শাক দিয়ে ও তৈরি করে প্রকাশ করেছেন তার শিল্প নৈপুণ্য। তার পেন্সিলের আঁকি বুকিও প্রসংসার দাবি রাখে। সামাজ সেবা মূলক কাজকর্মের সাথেও তিনি যুক্ত। বিভিন্ন সচেতনতা মূলক শিল্প অঙ্কন প্রসংসার দাবি রাখে নিঃসন্দেহে।

 ..কখন‌ও এঁকে...কখন‌ও চিরপরিচিত কোন জিনিস দিয়ে... তিনি তাঁর শিল্পী সত্ত্বা কে সমান ভাবে বজায় রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তার শিল্পকলা এক আলোড়ন সৃষ্টি করেছে।