Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

***দৈনিক প্রতিযোগিতা ***বিভাগ : কবিতাশিরোনাম : অপাংক্তেয়কলমে - রঞ্জিৎ কুমার পড়িয়া (অভাগা কবি )তারিখ - ২৫/০৮/২০২০****************************মাঝে মাঝে উঁকি দেয় একটা মুখ,আকাশে সঞ্চরণশীল বাষ্পরাশির- বক্ষ ভেদ করে,যে মুখ হারিয়ে গেছিল …

 

***দৈনিক প্রতিযোগিতা ***

বিভাগ : কবিতা

শিরোনাম : অপাংক্তেয়

কলমে - রঞ্জিৎ কুমার পড়িয়া (অভাগা কবি )

তারিখ - ২৫/০৮/২০২০

****************************

মাঝে মাঝে উঁকি দেয় একটা মুখ,

আকাশে সঞ্চরণশীল বাষ্পরাশির-

 বক্ষ ভেদ করে,

যে মুখ হারিয়ে গেছিল বহুদিন আগেই -

মাঝে মাঝে হঠাৎ - ই  " ধূমকেতুর মতো "

আবার হারিয়ে যায় -

মেঘের আড়ালে বহু জ‍্যোতিষ্কের ভিড়ে।

কি নিষ্ঠুর যাদুগরি -

চুম্বকের ন‍্যায় করছে আকর্ষণ।

অনাবিল আনন্দে মুখরিত চাহুনি

প্লাবিত করে এ-দু'নয়ান।

অপলক চেয়ে রই চাঁদপানা মুখ পানে।।

স্বপ্নাতুর নয়নে "আগুন "

চিতায় জ্বলছি আমি,আমি একাই -

ভস্মীভূত হয় যত আশা - আকাঙ্ক্ষা ;

শ্রীমতির সিঁথি গাঢ় হতে হয় অধিকতর গাঢ় ।

রেঙে ওঠে ,  রেঙে ওঠে -

আমার চিতার আগুনে,

বহুদিন থেমে থাকা অচল ঘড়িটিও 

আজ সচল -

শ্মশানের অগ্নিমূলে পুড়ছে ব‍্যর্থতা।

না জানি আরও পুড়বো কতক্ষণ ;

              ************