Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

শরৎ অাকাশ দেখতে গিয়েদেখি কালো মেঘ,গুরু গুরু ধ্বনির সাথে ঝোড়ো হাওয়ার বেগ ।
ছাতার খোঁজে এঘর ওঘরনামতে পারে বৃষ্টি,কোথায় পেঁজা মেঘের ভেলাএ কি অনাসৃষ্টি !
মেলে না তো ভাবনা অনেকঅন্তরে যা চায়,এগিয়ে চলার প্রতি ক্ষণে বেলা বয়ে যায়...
মরচে ধরা…

 

শরৎ অাকাশ দেখতে গিয়ে

দেখি কালো মেঘ,

গুরু গুরু ধ্বনির সাথে 

ঝোড়ো হাওয়ার বেগ ।


ছাতার খোঁজে এঘর ওঘর

নামতে পারে বৃষ্টি,

কোথায় পেঁজা মেঘের ভেলা

এ কি অনাসৃষ্টি !


মেলে না তো ভাবনা অনেক

অন্তরে যা চায়,

এগিয়ে চলার প্রতি ক্ষণে 

বেলা বয়ে যায়...


মরচে ধরা তালা চাবি

ভাবের ঘরে দিয়ে,

খুঁজতে থাকে সান্ত্বনা মন

অন্য কিছু নিয়ে ! 


জোড়াতালি চলতে থাকে

যোগ বিয়োগের সাথে,

বাসি ফুলে জল ছিটিয়ে

কেউবা মালা গাঁথে । 


হঠাৎ অাসা নিম্নচাপের

কাটিয়ে উঠে রেশ,

জীবন অাবার বলে ওঠে

এই তো অাছি বেশ ।

~~~~~~~~~~~~

"সুখ পিয়াসি" - প্রতিবিম্ব রায়

21.08.2020