Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

গদ্য_কবিতাভালোবাসার_বদল#শর্মি_দে২১/০৮/২০
ভেবেছিলাম ওর ভালোবাসাকে আশ্রয় করে বেঁধে রাখবো জীবনের ঘেরাটোপে,,,"আসি" বলে আমাকে অতীত করে নতুন সময়ের খোঁজে সে বেরিয়ে পড়লো,,,
     একদিন সে আমারই কাছে সময় চেয়েছিলো, নিঃশব্দে নি…

 

গদ্য_কবিতা

ভালোবাসার_বদল

#শর্মি_দে

২১/০৮/২০


ভেবেছিলাম ওর ভালোবাসাকে আশ্রয় করে বেঁধে রাখবো জীবনের ঘেরাটোপে,,,

"আসি" বলে আমাকে অতীত করে নতুন সময়ের খোঁজে সে বেরিয়ে পড়লো,,,


     একদিন সে আমারই কাছে সময় চেয়েছিলো, নিঃশব্দে নিচ্ছিদ্র পথে গহীন অন্তরে টোকা দিয়ে বলেছিল, "চলে এলাম"!

    ফিরিয়ে দিতে পারিনি, এক অমোঘ সত্য বারবার ওর কাছেই টেনে নিয়ে যেতো,,, কী দুর্বার আকর্ষণ!

  

     মননদীর তলানিতে ঠেকেছিলো ওর উপস্থিতি;

কাব্যিক বাসরে আনাগোনা বেড়েই যাচ্ছে তাই নিলাম চিরসাথী করে;

    

     মধুর মধুর আলাপনে যাপন নীরব হৃদয়ের কথা,,,

ঝড়ঝঞ্ঝা বেটে নিলাম, সহজ সরল কথা কাহিনী,,,

 

   হঠাৎ করে ওর বুকটা ভরে উঠলো জিজ্ঞাসায়, তৃপ্ত বুকে অতৃপ্তির পরশ ঘন কুয়াশায় আচ্ছন্ন করে তুললো ওকে,,, চঞ্চল মন পেলো বেপরোয়া প্রশ্রয়, শুরু হলো ভালোবাসার বদল হওয়ার পালা, নতুন তৃপ্তির সন্ধানে অন্য এক সময়ের খোঁজে!


     আজ আমার সময় স্তব্ধ! তাকে খুঁজবো কোথায়? ভুল আকাশে কালো মেঘের ছটফটানি বদলে দিলো ওকে, থামিয়ে দিলো আমার সাথীহারা লেখনী, যদি বা লিখি অনুভবে, কী লিখি তাকে?