Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

স্বাধীনতার স্বাদ অভিলাষ রাজবংশী
বছর ফিরেই-- এলো আবারমুক্তিলাভের সেই-- শুভদিন, অধীনতার নাগপাশ থেকেই হয়েছি আজ আমরা স্বাধীন। হাজার হাজার তরতাজা প্রাণ অকালেই-- যে গেছে মরে, স্বজনহারানোর ক্রন্দনরোল শোনা গেছে-- ঘরে ঘরে। 
তাজা খুনেই-- সি…

 

স্বাধীনতার স্বাদ 

অভিলাষ রাজবংশী


বছর ফিরেই-- এলো আবার

মুক্তিলাভের সেই-- শুভদিন, 

অধীনতার নাগপাশ থেকেই 

হয়েছি আজ আমরা স্বাধীন। 

হাজার হাজার তরতাজা প্রাণ 

অকালেই-- যে গেছে মরে, 

স্বজনহারানোর ক্রন্দনরোল 

শোনা গেছে-- ঘরে ঘরে। 


তাজা খুনেই-- সিক্ত ধুলো

মায়ের আঁচল রক্তে-- রাঙা, 

চোখের জলেই পিচ্ছিল মাটি

মাতৃহৃদয-- শোকে ভাঙা। 

জীবন দিয়েও-- লাভ করেছি 

পেয়েছি-- আজ স্বাধীনতা, 

বাহুর জোরে-- লড়াই করে 

দূর-- করেছি অধীনতা। 


স্বাধীনতার-- স্বাদ পেয়েছি

কেটেই-- গেছে অমানিশা, 

সরেও গেছে মেঘলা আকাশ, 

সূর্য হেসেই দেখায় দিশা। 

নদীর বুকে বান ডেকেছে 

নীল আকাশে উড়ছে পাখি, 

শাখায় শাখায় ফুল ফুটেছে 

ফুল-অলিতে-- মাখামাখি। 


ত্রিরঞ্জিত-- উড়ছে ধ্বজা

জয় ধ্বনিতে-- মুখর আকাশ, 

স্বাধীনতার-- জয়োল্লাসেই

গান ধরেছে-- বাউল বাতাস। 

আগস্ট মাসের-- শুভদিনে

গঙ্গার সলিল পদ্মায় মেশে, 

নিশাকালীন চাঁদের জ্যোৎস্না 

ঘুরে বেড়ায় ভেলায় ভেসে। 


গান্ধী--সুভাষ, প্রীতিলতা 

মাতঙ্গিনী-- বাঘাযতীন, 

বিবাদীর-- দেশ ভারতভূমি

শিকল মুক্ত-- আজকে স্বাধীন। 

বীর সুভাষের-- মহান এ দেশ

কবিগুরুর--  জন্মভূমি, 

স্বাধীনতার-- পুণ্য লগ্নেই

স্মরণ করি, চরণ চুমি। 


(জয় হিন্দ।স্বাধীনতা অমর রহে) 


বলাকা, রাজগ্রাম, মুরারই, বীরভূম 

১৫/০৮ /২০২০