Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

গণতন্ত্র আজিজুল হাকিম পোস্ট - ০৪/০৮/২০২০ ******************** গণতন্ত্র, আজ ছেনাল মাগীর মতই তোমার বাসন্তিক বারুদের আগুনে আমাকে ঝলসে দিচ্ছ বরাবর । আমার অধিকার, আমার স্বাধীনতা মাকাল ফলের অরুচিকর রুচিতে টগবগ । আমার পেটের নাড়ি নক্ষত্রে বম…

গণতন্ত্র
আজিজুল হাকিম
পোস্ট - ০৪/০৮/২০২০
********************
গণতন্ত্র, আজ ছেনাল মাগীর মতই তোমার বাসন্তিক বারুদের আগুনে আমাকে ঝলসে দিচ্ছ বরাবর । আমার অধিকার, আমার স্বাধীনতা মাকাল ফলের অরুচিকর রুচিতে টগবগ । আমার পেটের নাড়ি নক্ষত্রে বমি উদ্গিরনের বৈঠক বসে হরদম । তোমার উচ্ছিষ্ট দেহের বেলেল্লাপনায় জ্যোৎস্নায় গা ভাসিয়ে চাঁদ ছুঁতে চাই আর তখনই এক সুগভীর চুম্বনের বদলে কেড়ে নাও আমার সক্ষমতা, আমার খাদ্য, আমার অর্থ, আমার বেঁচে থাকার সর্বস্ব রসদ । কুলুর বলদের মতই টেনে যাচ্ছি জোচ্চোরদের দেনার বোঝা । তোমার সিস্টেমিক ব্যভিচারিতায় পঞ্চায়েত থেকে পার্লামেন্টের হায়েনাগুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে । পরিবর্তে একটুকরো রুটির নেশায় ল্যাজ নাড়িয়ে বলছি, “ভাল আছি” ।
গণতন্ত্র, তোমার ভোট নামক চুম্বনের নেশায় বুঁদ হয়ে আছি । আর তোমার গর্ভে জন্ম দিচ্ছি অবৈধ রাষ্ট্রীয় সন্ত্রাস ।