' কবিদের মৃত্যু নেই '
সমরেশ হালদার ০৫,০৮,২০
কারখানাগুলো একটি একটি করে সশব্দে দরজা বন্ধ করছে , উচ্ছল মানুষ একটু একটু করে বিবর্ণ হয়ে যায় , লালবাড়ি গুলো আজ নীল সাদা রঙে , কখনো লাল…
সমরেশ হালদার
০৫,০৮,২০
কারখানাগুলো একটি একটি করে সশব্দে
দরজা বন্ধ করছে ,
উচ্ছল মানুষ একটু একটু করে বিবর্ণ হয়ে যায় ,
লালবাড়ি গুলো আজ নীল সাদা রঙে ,
কখনো লাল কখনো নীল
কখনো আবার ধবধবে সাদা র রকমফের
- হলে ক্ষতি নেই ,
চরিত্র বিক্রি হচ্ছে মানুষের হাঁটে ,
এই সময়ে অনেক কিছুরই বদল হচ্ছে প্রতিনিয়ত ,
তা হোক , ক্ষতি নেই ,
পৃথিবীতে যদি মানুষ না থাকে
কে করবে পূজা কে সাজাবে মন্ডপ আর
কে বানাবে পট - ক্ষতি নেই ,
বিশাল এক বিষন্নতায় টুপটাপ বৃষ্টি ফোটার মত
কখন কে ধরে পড়ছে কেউ জানে না ,
উনুনে আঁচ নেই
গরম গরম কথাগুলো হিম হচ্ছে ,
তথাপি কবির কলম আজ থেমে নেই ,
প্রতিদিন ফুটে উঠছে গরম ভাত
ভাজা , তরকারি - সব ,
- কবিতার মৃত্যু নেই ।।