Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

গদ্য কবিতা -- ছেলেটা বলে গেলো।কলমে-- শ্যামল ব্যানার্জী ১৫/০৮/২০২০
সে ছোট্ট ছেলেটা শিখিয়েছিলো আমায়,বলেছিল,  বাবু পেটের জন্য লড়াইটা কর।ভালবাসা,  বন্ধুত্ব,  সম্পর্ক , দেখবি একদিন গেছে উড়ে শুধু প'ড়ে আছে হিসেবের খাতা।সেখানে দেখবে গ…

 

গদ্য কবিতা -- ছেলেটা বলে গেলো।

কলমে-- শ্যামল ব্যানার্জী 

১৫/০৮/২০২০


সে ছোট্ট ছেলেটা শিখিয়েছিলো আমায়,

বলেছিল,  বাবু পেটের জন্য লড়াইটা কর।

ভালবাসা,  বন্ধুত্ব,  সম্পর্ক , দেখবি একদিন গেছে উড়ে 

শুধু প'ড়ে আছে হিসেবের খাতা।

সেখানে দেখবে গো, এক বিরাট শূণ্য

লেখা আছে, প্রাপ্তির ঘরে।

বাবু ঐ যে পতাকা দেখছো, আকাশ পানে চেয়ে

পতপত করে এদিক ওদিক পানে যাবার চেষ্টা করছে,

কিন্ত যেতে পারছে না, কেন জানো, --

কারন সেটাও তো বাঁধা আছে কোনো খুঁটিতে। 

ঠিক আমাদের মতো।

দেখো, স্বাধীনতাই যদি বাধাঁ থাকে কারোর ইচ্ছায়,

সেখানে, স্বাধীনতার উল্লাসে, বাক স্বাধীনতা কাঁদে নীরবে।

কি বাবু খারাপ কিছু কি বললাম।

একটু ভেবে দেখো, স্বাধীনতার কোথাও কি কোনো গন্ধ তোমার ইন্দ্রিয় পায়।

বাবু তুমি হয়তো এক্ষুনি বলবে,

এই যে তুমি এত বড় বড় কথা বলছো, 

এটাও তো তোমার স্বাধীনতা। 

বাবু সত্যি বলতে, তুমি তো কোনো নেতা নও, মন্ত্রী  নও, 

কোনো প্রশাসন নও, তাই সাহস করে বলতে পারলাম।

বাবু, আসলে কি জানো, স্বাধীনতার মানেটা

আজও অধরা গরীবের কাছে।,

ওটাতো শুধুই তাবড় বড় লোক আর নেতাদের থাকে।

আমাদের ঘর নেই,খাবার নেই, দলিতের কাছে স্বপ্ন বই তো নয়।

সত্যিই মাথা নীচু করে পালিয়ে এলাম,

ভাবার মতো ভাববো বলে।