#স্বাধীনতা_ও_আমরা
(#মহিন )
এভাবেই জ্বলতে দাও এ বুকের আগুন , আমাদের ইতিহাস লেখা এখনো অনেক বাকি আছে , যেখানে দাসত্ব আমাদের জন্মগত অধিকার ,
আবার একটা স্বাধীনতা দিবস , আর মাঝখানে গেয়ে যাওয়া কটা লাইন শহীদ স্মরনে আপাত মরণে রক্তঋন শোধ কর…
#স্বাধীনতা_ও_আমরা
(#মহিন )
এভাবেই জ্বলতে দাও এ বুকের আগুন ,
আমাদের ইতিহাস লেখা এখনো অনেক বাকি আছে ,
যেখানে দাসত্ব আমাদের জন্মগত অধিকার ,
আবার একটা স্বাধীনতা দিবস ,
আর মাঝখানে গেয়ে যাওয়া কটা লাইন
শহীদ স্মরনে আপাত মরণে রক্তঋন শোধ করো ,
আজও আমরা হিসাব করি
কত শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা !
কার বেশি ? হিন্দুর না মুসলমান ?
বাঙালি না গুজরাটি ?
পান্জাবী না জাঠ না মারাঠি না কাশ্মীরি ?
একটা স্বাধীন দেশের আকাশ মানে কোনো পাঞ্জাব , কোনো গুজরাট , কোনো বাংলা বা কোনো মহারাষ্ট্রের আকাশ নয় ,
একটা স্বাধীন দেশের সীমানা মানে ,
কোনো হিন্দু বা কোনো মুসলমানের বাড়ির উঠোনের সীমানা নয় !
মাঝে মাঝে নিজেরাই গনতন্ত্র ভুলে গিয়ে দলতন্ত্রের কৃতদাস হয়ে যাই , মেরুদন্ডে ঘুনপোকা বাসা বাঁধে ,
যাবতীয় প্রতিবাদ ঘুর পথে চলে যায় নির্দিষ্ট সীমানায় ,
কে কখন প্রতিবাদে নামবে শুধু এর ওর আমরা মুখ চেয়ে থাকি ,
আর মাঝে মাঝে হিসেব কষি ,
শহীদ তোমার রাজ্যে বেশি না আমার রাজ্যে বেশি ,
সবশেষে মেনে নিই ,
এই দিন আবেগের থেকে উৎসব বেশি ,
জাতীয় পতাকা উত্তোলন ,
জাতীয় সঙ্গীত পরিবেশন ,
আর কিছু মুখস্ত করা জাতীয়তা বাদের ভাষন ,
সন্ধ্যেয় চাপা পড়ে যায় শহীদের স্মৃতি ,
আর একটা শুধুই ছুটির দিন ।