দৈনিক প্রতিযোগিতাবিভাগ - কবিতা শিরোনাম - বিবর্ণ প্রত্যাশাকবি - কৃপা মোহন চাকমাতারিখ -২১/০৮/২০/২০
বাস্তবের নিখুঁত পরিনতির চূড়ান্ত মূহুর্তেপৌঁছেছি নাকি নির্মর নির্ভীক দ্রুত লয়ে,অজস্র প্রত্যাশা বুকে বেঁধে, অলখে মননেপ্রত্যাশা বৃষ্টি…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - বিবর্ণ প্রত্যাশা
কবি - কৃপা মোহন চাকমা
তারিখ -২১/০৮/২০/২০
বাস্তবের নিখুঁত পরিনতির চূড়ান্ত মূহুর্তে
পৌঁছেছি নাকি নির্মর নির্ভীক দ্রুত লয়ে,
অজস্র প্রত্যাশা বুকে বেঁধে, অলখে মননে
প্রত্যাশা বৃষ্টি নির্ঝরতা মূর্ছি মর্মর হৃদয়ে।
অপ্রত্যাশিত স্বপ্ন তো আবর্তিয়া শূন্য বক্ষে
প্রত্যাশা তুমি উদ্মাদ ব্যাকুল নিষ্ঠুর বিদারী,
স্মৃতির ক্ষীণ আলো বিচ্ছুরণে বেদনা বিদুর
শূণ্য হৃদয় খুঁজে চলে অলিক স্বপন প্রসারি।
মন মাধুরী সাজিয়ে কুসুম অভীক উদ্যানে
নিষিক্ত পুষ্প মননে নিবেদিত দেব চরণে,
সকল কুঁড়ি বৃন্ত চ্যুত সতর্ক দৃষ্টির অলক্ষ্য
বিবর্ণ হল প্রত্যাশা সাজানো অর্নব উদ্যানে।
অব্যক্ত ব্যাথায় দগ্ধ যেন অবশ সারা হিয়া
ঘূর্ণিঝড়ে ঢেউয়ে উদ্মাদিত বেদনায় বিদুর,
পীড়া কেমনে সহি বুখারী তব ছিন্ন হৃদয়ে
প্রত্যাশিত নির্মম, পৃথিবী এত কেন নিষ্ঠুর ।
আমার দৃষ্টির অগোচরে কে যেন দিল ছিঁড়ে
কুসুম কুঁড়ির সাথে প্রতিনিয়ত ব্যর্থ মুহূর্তে,
এ যেন পীড়া বিবর্ণ প্রত্যাশা কাঁচের হৃদয়ে
ঘিরে ফেলে ব্যর্থ প্রত্যাশার গভীর আবর্তে।