Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম : ভগ্ন হৃদয়ের কান্নাকলমে : রুমকি তরফদাররচনাকাল : ১৫/০৮/২০২০
আরশিতে শুধু মুখ নয়,যদি দেখা যেত ভগ্ন হৃদয়,তবে দেখতে 'কানাই',রাধা'র মনে কত যন্ত্রণা,কত ভয়!বিরহের ভারে ভারাক্রান্ত হৃদয়ের—— ভগ্ন "রাস"দ্বারকায়…

 

শিরোনাম : ভগ্ন হৃদয়ের কান্না

কলমে : রুমকি তরফদার

রচনাকাল : ১৫/০৮/২০২০


আরশিতে শুধু মুখ নয়,যদি দেখা যেত ভগ্ন হৃদয়,

তবে দেখতে 'কানাই',রাধা'র মনে কত যন্ত্রণা,

কত ভয়!

বিরহের ভারে ভারাক্রান্ত হৃদয়ের—— ভগ্ন "রাস"

দ্বারকায় বাঁশীর সুরে,মেটেনা ব্রজের 'রাই'-এর আশ,


আকুল পরাণ,উচাটন মন,কানু বিনা শূন্য কুঞ্জবন,

তমাল বৃক্ষে,একদৃষ্টে-'রাইবিনোদিনী' অনুখন,

ভগ্ন হৃদয়ের এককোণে,স্মরণের বীজ বোনে,

ভরা বর্ষায়,মিলন-তিতিক্ষায় শ্রী রাধিকার  মন না মানে,


শূন্য মঠ-মন্দির,হাহাকার করে পীতবসনের তরে-যমুনাতীর,

ভাঙাচোরা হৃদয়ের অলিতে-গলিতে স্মৃতিদের ভীড়,

তুমি দ্বারকাধিপতি,বোঝনি কোনদিন হৃদয়ের মতি

কলঙ্কিনী হবে রাধা,জেনো তবুও সে পুণ্যবতী-

মহাসতী,


আকাশ পানে একটুকরো কালো মেঘ দেখে—

শ্যামে'র আশে ছুটে আসে রাধারানী,সব কাজ ফেলে রেখে,

'কৃষ্ণ' কালো,ভ্রমর কালো,দু'টো কৃষ্ণ কথা বলো,

ভগ্ন হৃদয়ে নিভেছে যে, ইহজগতের সুখের আলো,


আলুথালু বেশ,মলিন মালতীমালা,কেটে গেল সারা বেলা-

এবার বুঝি শেষ হবে দোঁহার লুকোচুরি খেলা,

আসবে কি 'রাধামাধব' ফাগুন দোলায় চেপে?

ভাঙা হৃদয়ের টুকরোগুলো উঠবে কেঁপে-

কেঁপে!


'কুঞ্জবিহারী' এলে,তবেই যে কুঞ্জে রাধার মান ভাঙবে,

ভগ্ন হৃদয়ের অণু-পরমাণু , আর কি জোড়া লাগবে?

তবুও 'বঁধু' যদি, বৃষভানু দুহিতাকে বাঁধে প্রেমালিঙ্গনে-

হৃদয়ের যাতনা রবে মনের এক কোণে, সঙ্গোপনে ৷