Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_প্রতিযোগিতা #নামঃ #কলমেঃ পুরনো ঠিকানা #তারিখঃ ২১/৮/২০২০
মধুপর্ণা বসু 
ভাবনারা এখন রাস্তার পরিপন্থী-দ্বন্দ্বের গিঁট খুলতে খুলতে ক্লান্ত,মাঝপথে এসে থমকে গেছে বাষ্প শকটতেষ্টায় তার লম্বা ইস্পাতের হাওয়া পাইপ ছটফট করছে,আমার চিন্তা…

 

#দৈনিক_প্রতিযোগিতা 

#নামঃ 

#কলমেঃ পুরনো ঠিকানা 

#তারিখঃ ২১/৮/২০২০


মধুপর্ণা বসু 


ভাবনারা এখন রাস্তার পরিপন্থী-

দ্বন্দ্বের গিঁট খুলতে খুলতে ক্লান্ত,

মাঝপথে এসে থমকে গেছে বাষ্প শকট

তেষ্টায় তার লম্বা ইস্পাতের হাওয়া পাইপ ছটফট করছে,

আমার চিন্তা ওভার ল্যাপিং হলেও 

সেই চলন্ত ভাবনার রেলগাড়ীর সাথে প্রতিযোগিতায় নামার কথা ভাবেই নি কোনদিন.. 

তাকে অচেনা চালক কিছুমাত্র তরল ঘুষের মরফিন দিতেই সে প্রবল চাপে সোজা রাস্তাকে অনায়াসে পার করে আঁকাবাঁকা রেখায় মুনাফাখোর মধ্যপন্থায় ছুটে চলেছে। 


নাহ! আমি বিন্দুমাত্র আসক্ত নই, আমার কোন স্পৃহা নেই, এই সন্ধ্যার ফিরতি ট্রেনে লাভের গুড় চেটে খাবার; 

তাই ভীষণ শান্ত নির্লিপ্ত স্বচ্ছ চোখে নির্ভেজাল পানীয়জল নিয়ে তেষ্টা মেটাচ্ছি। 

অবোধ নামের পেছনে অজ্ঞাতবাস বেশ সুখের মনে করেছিলাম...

সে দিন গেছে, আজ নিজের নাম স্বাক্ষর করতে অন্য কোন সাহায্য লাগেনা।

ঠিকানা আর ফলক নামা অস্পষ্ট হলেও বেশ পড়া যায়...

আমি সেই জলের মতো স্বচ্ছ ঠিকানায় চললাম। 


------------------- ------------------- -------------------