Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা পাঠ ও "মানবিক বিকাশে গ্রন্থাগার " আলোচ্য বিষয়ের উপর আলোচনার অনুষ্ঠান

রুদ্র আচার্য গাইবান্ধ , বাংলাদেশ প্রান্তিক জনপদ ধর্মপুর, সুন্দরগঞ্জে কাব্যসুধা উন্মুক্ত গ্রন্থাগারের আয়োজনে অধ্যক্ষ সামিউল ইসলামের সভাপতিত্বে কবি কন্ঠে কবিতা পাঠ ও "মানবিক বিকাশে গ্রন্থাগার " আলোচ্য বিষয়ের উপর  আলোচনার …

 

রুদ্র আচার্য 

গাইবান্ধ , বাংলাদেশ 

প্রান্তিক জনপদ ধর্মপুর, সুন্দরগঞ্জে কাব্যসুধা উন্মুক্ত গ্রন্থাগারের আয়োজনে অধ্যক্ষ সামিউল ইসলামের সভাপতিত্বে 

কবি কন্ঠে কবিতা পাঠ ও "মানবিক বিকাশে গ্রন্থাগার " আলোচ্য বিষয়ের উপর  আলোচনার অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় বক্তারা মানুষ কে বই মুূখী  করার প্রচেষ্টা কে সাধুবাদ জানায় বক্তারা মনে করেন, - গ্রন্থাগার একটি বাতিঘর, এগ্রন্থাগার আলো ছড়াবে   মানুষ আলোকিত হবে 

এ-ই জনপদের হবে পরিবর্তন। আলোচনায় বক্তারা আরো বলেন কাব্যসুধা উন্মুক্ত  গ্রন্থাগার টি কাব্যসুধা  উজ্জ্বল ভবিষ্যতের সমক্ষে দন্ডায়মান 

মানুষ এর সুফল পেতে শুরু করেছে এবং পাবে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  সরোজ দেব অনুপস্থিত থাকায় বিশেষ অতিথি (সমাজসেবক)  জিল্লুর রহমান প্রধান অতিথির ভূমিকা পালন করেন।

উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোনারপাড়া লেখক চক্রের সম্পাদক আব্দুল হাদী ,কবি ও ছড়াকার নাসরিন রেখা,কবি ও গল্পকার মাহফুজ সুমন। উক্ত আয়েজনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. শফিউল ইসলাম ভূইঁয়া, উপদেষ্টা আলোচক আঃ রাজ্জাক রেজা।


 আলোচনায় আলোচকের ভুমিকা পালন করেন মির্জা নুরুন্নবী নূর( কবি ও ছড়াকার), পিটু রশিদ ( কবি ও আবৃত্তিকার),কঙ্কণ সরকার।এ সময় কাব্যসুধা উন্মুক্ত গ্রন্থাগারের স্বপ্নদ্রোষ্টা রুদ্র আচার্য তার স্বপ্ন তথা গ্রন্থাগার আন্দোলনে প্রত্যেককে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।

উক্ত অাসরে

 উদীয়মান ও তরুণ কবিদের  মধ্যে কবিতা পাঠে অংশ নেন মাসুম আবদুল্লাহ,হাসান রোকন,আমিনুল ইসলাম,সাহাদুল ইসলাম,আহসান হাবিব সোহাগ,এস মিশন,আরফান রনি,আল-আমিন মোহ সহ আরো অনেকে।

নাট্যজন সোহেল রানার মুখাভিনয়ে পুরো আয়োজন ছিল মুখরিত ও প্রানবন্ত।অনুষ্ঠান শেষ আমন্ত্রিত অতিথিরা  গ্রন্থাগার কে সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজকের হাতে বই প্রদান করেন ।