Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা রীতিঃ~ শেক্সপীয়রীয় সনেট (8+6) শিরোনামঃ~ ওগো ভাগীরথীকলমেঃ~✍ তাপস কুমার বর-------// তারিখঃ~ 22.08.2020অষ্টকঃ~( কখ, কখ, গঘ, গঘ - মাত্রা মিল )যষ্টকঃ~( ঙচ, ঙচ, ছছ - মাত্রা মিল )°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°…

 


দৈনিক প্রতিযোগিতা 

রীতিঃ~ শেক্সপীয়রীয় সনেট (8+6)

 শিরোনামঃ~ ওগো ভাগীরথী

কলমেঃ~✍ তাপস কুমার বর

-------// তারিখঃ~ 22.08.2020

অষ্টকঃ~( কখ, কখ, গঘ, গঘ - মাত্রা মিল )

যষ্টকঃ~( ঙচ, ঙচ, ছছ - মাত্রা মিল )

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

প্রেম ভাগীরথী তুমি সদা মেঘাকার,

প্রিয়ার হৃদয়ে পশি স্নিগ্ধ শুদ্ধমতি।

ভিখারী করেছো তুমি ওগো রত্নাকার,

ক্ষভিয়া প্লাবিয়া যথা তোমার আকুতি।

হৃদয় আকাশে থাক দীর্ঘ এ রতন,

কোথায় সে ভাগীরথী পবিত্র কুন্তল।

নিজে গারে যথা ছিলে যুগল স্বপন,

তুমি হিল্লোলে হিল্লোলে জুড়াবে অতল।


উথুলে উঠেছে যেন বাণিজ্যের তরী,

প্লাবিয়া গগন জাগে  ঘোরতর রণে।

পৃথিবী অচল আজ ইষ্টদেবে স্মরি,

করুক তোমারে চির অমূল্য রতনে।

প্রেম ভাগীরথী তুমি ভক্তি দয়াময়ী,

হৃদয় পুলকে অতি ওগো প্রণময়ী।

           °°°°°°°°°°°°°°°°°°°°