Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

*মানবভূমি মহার্ঘ এক মদ*
        অসীম দাস 
চতুর্দিকে ছড়িয়ে আছে মায়া মায়ার তাপে ভস্ম চীর বাস ,প্রশ্বাসে ঋণ আটকে অনাদায়ী মৃত্যু মূল্যে চুকবে পরবাস !
অগণ্য মন সঙ্গ দিতে পারে সঙ্গে থাকার আশ্বাস দরকারী ,দিগ্ দিগন্ত জনারণ্যে একা হঠাৎ করে হ…

 

*মানবভূমি মহার্ঘ এক মদ*


        অসীম দাস 


চতুর্দিকে ছড়িয়ে আছে মায়া 

মায়ার তাপে ভস্ম চীর বাস ,

প্রশ্বাসে ঋণ আটকে অনাদায়ী 

মৃত্যু মূল্যে চুকবে পরবাস !


অগণ্য মন সঙ্গ দিতে পারে 

সঙ্গে থাকার আশ্বাস দরকারী ,

দিগ্ দিগন্ত জনারণ্যে একা 

হঠাৎ করে হারিয়ে যাবে নাড়ি !


পেতে পেতেই পাওনা দাবি বাড়ে 

লুকিয়ে থাকে পানকৌড়ির চোখ ,

ডুবতে ডুবতে লক্ষ্যভেদে স্থির 

জাপ্টে জীবন মুমূর্ষু এক জোঁক !


আজকে অনেক মন পেয়েছি বাহ্ 

কালকে ধূসর কমতে পারে পদ ,

অনির্দিষ্ট নামতা চরে বেড়ায় 

মানবভূমি মহার্ঘ এক মদ !