Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-পাক্ষিক-অনুগল্প-সেরা-সম্মাননা

পাক্ষিক অনুগল্পের আসরবিভাগ-অনুগল্প ২/৮/২০২০অবাস্তব:-সুজাতা দাস:-
নিশ্চিন্ত মনে লিখছিল শ্রাবণী-250 শব্দে ভূতের গল্প-জীবনে কখনও লেখেনি, কিন্তু অশোকদা দিতে বলেছেন তাই চেষ্টা-হঠাৎ কলিংবেলের আওয়াজে দুই ভ্রূ কুচকে উঠলো শ্রাবণীর, দরজা খু…

 

পাক্ষিক অনুগল্পের আসর

বিভাগ-অনুগল্প 

২/৮/২০২০

অবাস্তব:-

সুজাতা দাস:-


নিশ্চিন্ত মনে লিখছিল শ্রাবণী-

250 শব্দে ভূতের গল্প-

জীবনে কখনও লেখেনি, কিন্তু অশোকদা দিতে বলেছেন তাই চেষ্টা-

হঠাৎ কলিংবেলের আওয়াজে দুই ভ্রূ কুচকে উঠলো শ্রাবণীর, দরজা খুলে অবাক!!

দাড়িয়ে আছে অলোকেন্দু-

শরীর খারাপ নাকি? এই অসময়ে বাড়ি চলে এলে যে?

সোফায় গা এলিয়ে অলোকেন্দু বলল এককাপ ব্লাক কফি পাওয়া যাবে উইদাউট সুগার?

অবাক শ্রাবণী উঠে দাঁড়িয়ে শুধু বলল তুমি আর ব্লাক কফি!!!

তাই দাও বলল অলোকেন্দু, ইচ্ছে করছে খুব-

অবাক হলেও কফি বানালো,

প্রায় চারটে বাজতে চলছে বলে কিছু বিস্কুট স্নাক্স আর জল একটা ট্রেতে সাজিয়ে নিল, আর একটা ট্রেতে দুকাপ ব্লাক কফি নিয়ে হলে এসে সামনে রাখলো-

কফিতে চুমুক দিতে দিতে অলোকেন্দু বলল, এককাপ ব্লাক কফির জন্য সেই থেকে ঘুরছি-

সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে মাথাটা কেমন করে উঠলো তারপর থেকে শরীরটা একদম হালকা লাগছে-

বড্ড ভালোবাসি তো কফি না খেয়ে যেতে পারছিনা, তাই খুঁজতে খুঁজতে এখানে এসে পরলাম-

খানিক অবাক হয়ে তাকিয়ে থেকে!! অদ্ভুত ভাবে শ্রাবণী বলল তোমার মাথার ঠিক আছে তো?

দিব্বি খাওয়া দাওয়া করে অফিস বেরলো সুস্থ মানুষ হঠাৎ ফিরে এসে আবোল তাবোল কথা বলছে কেন? ভাবলো শ্রাবণী-

যে কফি তাঁর দুচোখের বিষ সেই কফি খুব মন দিয়ে তারিয়ে  খাচ্ছে দেখে অবাক হলো শ্রাবণী-

কফিতে শেষ চুমুক দিয়ে অলোকেন্দু বলল অসাধারণ বানিয়েছ কফি মনে থাকবে অনেকদিন-

এবার কাঁদোকাঁদো গলায় শ্রাবণী বলল তোমার কী খুব শরীর খারাপ লাগছে ? ড: বোসকে কী খবর দেব? একবার দেখে যেতেন-

আর সময় নেই এবার যেতে হবে-

অলোকেন্দু উঠে দাঁড়িয়ে যাবার জন্য পা বাড়াতেই হঠাৎ আবার কলিংবেলের কিং কিং আওয়াজ ভেসে এলো-

এমনিতেই অলোকেন্দুর ব্যবহারে একটু অসহায় বোধ করছিল শ্রাবণী-

বিরক্তি নিয়ে দরজা খুলে দেখলো দরজায় দাঁড়িয়ে আছে অলোকেন্দু-

দরজার দিক থেকেই চোখ ফেরালো সোফার দিকে শ্রাবণী দেখলো হলে কেউ নেই একদম ফাঁকা-

দরজায় দাড়িয়ে থাকা শ্রাবণীর পাশ দিয়ে ঢুকতে ঢুকতে অলোকেন্দু বলল শ্রাবণ ও ব্লকের অনিমেষ বাবু আজ সকালে সেরিব্রাল এটাকে মারা গেছেন ওখান থেকেই আসছি একটু কফি দেবে?

আবার কফি!! বলতে বলতে রান্না ঘরের দিকে হাঁটতে থাকল শ্রাবণী সন্ধ্যার ব্যপারটাকে ভাবতে ভাবতে-

এমনও হয়?

কপিরাইট @1443 সুজাতা দাস