Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

এক শ্রাবণে তোমায় দেখিদাঁড়িয়ে ফুটপাতে,ভিজছো তুমি অঝর ধারায়বন্ধ ছাতা হাতে । 
ভুল দেখিনি, বন্ধ রেখেদামি ছাতা খানি,নিচ্ছ তুমি শ্রাবণ ছোঁয়াকি সুখে, না জানি !  
ভিজতে আমি ভালোবাসিশ্রাবণ ধারায় ভেসে,এত দিনে কেউকে পেলামযাবো তোমার দেশে...
হৃদ…

 

এক শ্রাবণে তোমায় দেখি

দাঁড়িয়ে ফুটপাতে,

ভিজছো তুমি অঝর ধারায়

বন্ধ ছাতা হাতে । 


ভুল দেখিনি, বন্ধ রেখে

দামি ছাতা খানি,

নিচ্ছ তুমি শ্রাবণ ছোঁয়া

কি সুখে, না জানি !  


ভিজতে আমি ভালোবাসি

শ্রাবণ ধারায় ভেসে,

এত দিনে কেউকে পেলাম

যাবো তোমার দেশে...


হৃদয় মাঝে কদম কলি

অনেক অনেক অাশা,

শ্যাওলা বুঝি অাজকে পাবে

থিতু হবার বাসা। 


এগিয়ে গেলাম মৃদু পা'য়ে

বলতে মনের কথা, 

অাজ শ্রাবণে জুড়িয়ে যাবে

সকল জমা ব্যথা । 


ভাঙলো চমক তোমার কথায়

বললে সিক্ত বেশে,

থ্রি ফোল্ডের দামি ছাতার

কাপড় গেছে ফেঁসে ।


ছাতার দোষে গেলাম ভিজে

হঠাৎ মিনি বাস,

উঠে গেলে সেথায় তুমি

ব্যর্থ শ্রাবণ মাস।

~~~~~~~~~~

"অধরা শ্রাবণ" - প্রতিবিম্ব রায়

14.08.2020