Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

শ্রাবণ শেষে*পুলক বেরা (12/08/20)
আজ শ্রাবণের বিদায় বেলায় কি গান শুনি হায়,কান্না চোখে শূণ্য বুকে বৃষ্টি চলে যায়!বেশ ছিলো সে মেঘের পাশে, হাসতে হাসতে পড়তো বসে,চলতে চলতে ঝরতো এসে শহর এবং গাঁয়, কে জানালো বিদায় তাকে এমন অসহায়?
ঝিরি ঝিরি …

 

শ্রাবণ শেষে*

পুলক বেরা (12/08/20)


আজ শ্রাবণের বিদায় বেলায় কি গান শুনি হায়,

কান্না চোখে শূণ্য বুকে বৃষ্টি চলে যায়!

বেশ ছিলো সে মেঘের পাশে, 

হাসতে হাসতে পড়তো বসে,

চলতে চলতে ঝরতো এসে শহর এবং গাঁয়, 

কে জানালো বিদায় তাকে এমন অসহায়?


ঝিরি ঝিরি পড়তো সে ফ্রি মিষ্টি সুরে সুরে, 

ঝম ঝমাঝম কইতো কথা হয়তো মুষলধারে। 

রোদের সাথে খুনসুটিতে,

থাকতো নাহয় একটু মেতে, 

পড়ায় কি ফাঁকি থাকতো তাতে থাকতো মনভারে?

কে বকলো এমন তাকে চললো সে সাগরে!


শ্রাবণ একটু ডাকো তাকে,

দেখো না যদি ফিরে দেখে, 

এবার রাখবো চোখে চোখে দেখবো কে কাঁদায়?


শ্রাবণ এখনো তুমি তো আছো দেখো কি করা যায়? 

বৃষ্টি নাহলে কাঁদবে সকলে মরবে যে খরায়!

বন্ধ থাকবে সবুজ সৃষ্টি,

চললে এমন অনাবৃষ্টি, 

শুকিয়ে যাবে সকল পুষ্টি হাসবে কে দুনিয়ায়?

কেউ না থাকুক বৃষ্টি থাকুক এটুকু সবাই চায়।

***