| অন্তরাল ভালোবাসা | © অতনু নন্দী
আমি তো এঁকেছিলাম এক নারীর মুখ আমার সমস্ত পাঁজর জুড়ে বুক জুড়ে এঁকেছিলাম তাকে
অন্তরাল ভালোবাসা বাতাসে জুড়ে তোমার ঘ্রাণ চৌকাঠ জুড়ে তোমার পায়ের আলতার ছাপ
আজ সব দিগন্তে উড়ে গেছে মৃ…
| অন্তরাল ভালোবাসা |
© অতনু নন্দী
আমি তো এঁকেছিলাম এক নারীর মুখ
আমার সমস্ত পাঁজর জুড়ে
বুক জুড়ে এঁকেছিলাম তাকে
অন্তরাল ভালোবাসা
বাতাসে জুড়ে তোমার ঘ্রাণ
চৌকাঠ জুড়ে তোমার পায়ের
আলতার ছাপ
আজ সব দিগন্তে উড়ে গেছে
মৃত সন্ন্যাসীর মতো হাহাকার নিয়ে বসে থাকি
বুকের ভেতর জন্ম নিয়েছে আস্ত এক পাহাড়
তোমার ভেতর এখনো বাস করি আমি
চারিদিকে মাংসের গন্ধ
আমি সারারাত জেগে কাটাই তোমার প্রহরী হয়ে.....
বসন্তের বিকাল কিংবা শ্রাবন দিন
আর খুঁজো না আমায়, শুধু জেনো আমি
তোমার সঙ্গে আছি ওই নীল দিগন্তে....